রাজ্য

বিট অফিস চত্বর থেকেই চুরি গেল লক্ষাধিক টাকা মূল্যের চন্দন গাছ


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১৫/১০/২০২২:- পুরুলিয়া জেলার বাঘমুন্ডি রেঞ্জের বুড়দা বিট অফিসে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই বিট অফিস থেকে প্রায় পঁয়ত্রিশ বছর এর পুরোনো একটি চন্দনগাছ বেমালুম চুরি হয়ে গেছে । সংবাদ সুত্রে খবর যদি ঐ অফিসের কর্মকর্তারা জড়িত না থাকেন তবে এধরনের কান্ড ঘটতেই পারে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ।

সুত্র মারফত জানতে পারা যাচ্ছে যে সকালে অফিস খোলার সাথে সাথেই চোখে পড়ে আস্ত চন্দন গাছ উধাও — কেউ বা কারা গাছটি প্রায় গোড়া থেকে কেটে নিয়ে গেছে। বাঘমুন্ডী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁরা তাঁদের মতো করে সন্ধান চালাচ্ছেন বলেই থানা থেকে জানানো হয়েছে । কিন্তু সাধারণ মানুষ এই ঘটনায় যারপরনাই তিতিবিরক্ত । তাঁরা বিট অফিস এ তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকে । বিক্ষোভ কারীদের অভিযোগ আগের রাতে এই অফিসে পার্টি হয়েছে ,খাওয়া দাওয়া হয়েছে আর এখানে ওখানে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । এত রাত পর্যন্ত পার্টি হয়েছে আর সেখানেই একটা এতবড়ো চন্দনগাছ বেমালুম চুরি হয়ে গেল আর কেউই জানতে পারলো না । অফিস এর লোক জড়িত না থাকলে এ কাজ প্রায় অসম্ভব।

পুলিশ জানিয়েছে যে তারা ঘটনার কথা জানতে পেরেছে এবং তদন্ত শুরু হয়েছে । বৃষ্টি পড়ছিল আর তার মধ্যে হাতি বেরিয়েছিল ,সেই হাতি তাড়াতেই তারা খুব ব্যাস্ত হয়ে পড়েছিল । তখনই তারা জানতে পারেন এই চন্দন গাছ চুরির ঘটনার কথা । তাঁরা জানিয়েছেন তারা যথাসাধ্য চেষ্টা করবেন গাছ টা উদ্ধার করতে যদি গাছ পাচার না হয়ে যায় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।