চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৮শে জানুয়ারি:–এবার এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, জারি হলো নিলাম সংক্রান্ত দরপত্র।।এর আগেও একবার ২০১৮ সালে এয়ার ইন্ডিয়া কে বিলগ্নিকরনের চেষ্টা হয়েছিল।সেবার ৭৬% শেয়ার ও সংস্থার ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণসহ বেসরকারি করনের চেষ্টা হয়েছিল।কিন্তু ভারতের প্রধান উড়ান সংস্থাটি কোনো উৎসাহী ক্রেতা পায়নি।
ঋনভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া সংস্থাটি বিক্রীর জন্যে দরপত্র প্রকাশ করলো কেন্দ্র।আগ্রহী ক্রেতাদের সময় দেওয়া হয়েছে ২৭থেকে ৩১ শে মার্চ পর্যন্ত।কৌশলগত বিলগ্নিকরনের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া সস্তার উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ও ১০০% শেয়ার বিক্রি করা হবে বলে জানা গেছে।এয়ার ইন্ডিয়া ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৫০% শেয়ার বিক্রি হবে এদের জয়েন্ট ভেঞ্চার এআইএসএটিএস এর।এর ফলে যে বিনিয়োগ কারী এই সংস্থা টি কিনবেন তার হাতের চলে যাবে এয়ার ইন্ডিয়া সংস্থা টির সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
এছাড়াও এয়ার ইন্ডিয়ার হাতে রয়েছে এয়ার লাইন এ্যালায়েড সার্ভিসেস, হোটেল কর্পোরেশন অব ইন্ডিয়া সহ আরও কয়েকটি ছোট বড় সংস্থা।এগুলো কে পৃথকভাবে অন্য একটি সংস্থার হাতে তুলে দেওয়া হবে ।যারা নিলামের বাইরে থাকবে।এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে ২৩’২৮৬’৫ কোটি টাকার দেনা রয়েছে তা বর্তাবে এআইএএইচএল এর উপর।
একটার পর একটা সরকারি কোম্পানি বিক্রি করে দেওয়া হচ্ছে, তা লাভজনক হোক বা অলাভজনক।কিন্তু তা সত্বেও রোখা যাচ্ছে না আর্থিক বৃদ্ধির গ্রাফ,…তা ক্রমেই নামতে থাকছে নীচে আরও নীচে।