কল্পনা গুপ্ত:চিন্তন নিউজ:২৮শে জানুয়ারি:– বিশাল ডানাওয়ালা পাখি – মাছ ঘিরে উত্তেজনা ছড়ায় দিঘার মোহনায়।২০১৮ এর জুন মাসে দক্ষিণ পশ্চিম চিনে গুইজহোতে একরকম মাছ পাওয়া গিয়েছিল যার মাথা পাখি ও দেহ মাছের মত।এই নিয়ে গুইজহোর ফিসারি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ইয়াং ঝিং এর মতে মাছের এমব্রায়ো ড্যামেজ হয়ে গিয়ে এই ধরণের বিকৃত মস্তিষ্কের গঠনওয়ালা মাছের দেখা পাওয়া অসম্ভব কিছু নয়।
দিঘার মোহনায় এইরকমই ৮০ কেজি ওজনের বিশাল ডানাওয়ালা সামুদ্রিক মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। ১৫ ফুট লম্বা এই পাখি মাছের বাজার দর ছিলো দশ হাজার টাকা। এর আগেও দিঘার সমুদ্র থেকে এই প্রকার মাছ পাওয়া গেলেও এই সাইজের পাওয়া যায় নি। ফলে এই নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পরে। মাছটির সাথে ছোট ছোট আরো দশটি পাখি মাছও পাওয়া যায়।