জেলা রাজ্য

সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে পথে নামল এস এফ আই।


সৌভিক ব্যানার্জি:চিন্তন নিউজ:৩রা জুলাই–সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে পথে নামল এস এফ আই। এই লকডাউনের সময়কালে সাধারণ মানুষের অায় বন্ধ কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ ফিস্ বাড়িয়ে চলেছে। এরই প্রতিবাদে এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ২রা ও ৩ রা জুলাই রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। অাজ কেএমসির ৩৮ নং ওয়ার্ডে এস‌এফ‌আই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির ডাকে নিম্নলিখিত দাবি নিয়ে স্কুল-কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচী হয়।
★ লকডাউনের সময়কালীন কলেজের সেমিস্টারের সমস্ত ফি মকুব করতে হবে।
★ চলতি শিক্ষাবর্ষে স্কুলের সমস্ত ফি মকুব করতে হবে।
★ পরিকাঠামো ছাড়া অনলাইন ক্লাস মানছি না, মানবো না।
অনলাইন পাঠক্রম বাধ্যতমূলক করা চলব না।
★ শিক্ষাক্ষেত্রকে রক্ষা করার জন্য সরকারকে স্পেশাল স্টিমুলাস্ প্যাকেজ ঘোষণা করতে হবে।
★ ছাত্রছাত্রীদের জন্য চাই বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস এফ আই কলকাতা জেলার সভাপতি অর্জুন রায়, বিদ্যাসাগর অাঞ্চলিকের সম্পাদক দেবাঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা।

শিল্পা রিমা মন্ডল:চিন্তন নিউজ: লকডাউনের ফিস মকুব,ক্লাস ১২পর্যন্ত সমস্ত ছাত্রদের মিড ডে মিল সহ একাধিক ঘটিনাকে সামনে রেখে আজ এস এফ আই হাওড়া জেলা কমিটির উদ্যোগে উলুবেড়িয়া ও হাওড়ায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়।

মিঠুন ভট্টাচার্য্য, শিলিগুড়ি:– স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অবিলম্বে ফি মকুবের দাবিতে, সরকারি বেসরকারি পরিবহনে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভাড়া মকুবের দাবিতে ও নতুন শিক্ষাবর্ষের ফর্ম ফিল-আপ এর ফি মকুবের দাবিতে আজ SFI,শিলিগুড়ি লোকাল কমিটির পক্ষ থেকে গোষ্ঠপাল মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচী পালিত হলো । উপস্থিত ছিলেন সংগঠনের শিলিগুড়ি লোকাল কমিটির সম্পাদক অঙ্কিত দে, সভাপতি সূরজ কুন্ডু, জেলা কমিটির সদস্যা সুকৃতি আঁশ সহ কর্মীবৃন্দ …


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।