রাজ্য

স্বেচ্ছাসেবায়, সদা প্রস্তুত ডিওয়াইএফ‌আই এর আকবর আলী’ রা


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:২৭শে মার্চ:–আজ দুপুরে ডিওয়াইএফ‌আই স্বেচ্ছাসেবক টিমের সদস্য আকবর আলীর কাছে ফোন আসে রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি কাবীরুন্নেষা খাতুনের রক্তের প্রয়োজন, রক্ত না পেলে জীবনহানী হতে পারে। রক্তের গ্রূপ ও’ নেগেটিভ। আকবর আলীকে ফোন করেন বীরভূম ভলেনটিয়ারী এসোসিয়েশনের কর্মীরা।

আকবর আলী ডিওয়াইএফ‌আই রামপুরহাট ২ লোকাল কমিটির সদস্য। রবিবার থেকে সাধারন মানুষের সহায়তায় ঔষধ ও আবশ্যিক দ্রব্য সরবরাহের জন্য স্বেচ্ছাসেবক টিম ও হেল্প লাইন নম্বর চালু করেছিল রামপুরহাটের ডিওয়াইএফ‌আই কর্মীরা। রবিবার থেকে বহু মানুষ হেল্প লাইন নম্বরে ফোন করে সাহায্য চাইছেন। কেও ঔষধ, মাস্ক, সাবান, কেও সবজি, চাল বা আবশ্যিক দ্রব্য বাড়িতে পোঁছে দেবার অনুরোধ করেছেন। ডিওয়াইএফ‌আই তৎপর ভাবে মানুষের সেই অনুরোধে সাড়া দিয়ে সাহায্য করার চেষ্টা করছে।

ডিওয়াইএফ‌আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং বলেন “আকবর আলীর মতো ডিওয়াইএফ‌আই কর্মীরা যুব সংগঠনের তথা সব মানুষের গর্ব, অনুপ্রেরনা”।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।