রাজ্য

এবার স্কুলগুলোতে অভিন্ন পোষাক বিধি চালু করতে চলেছে রাজ‍্য সরকার।।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:৩০শে জানুয়ারি:-এবার স্কুলগুলোতে অভিন্ন পোষাক বিধি চালু করতে চলেছে রাজ‍্য সরকার।।এবার সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলোতে অভিন্ন পোষাক(ইউনিফর্ম) বিধি চালু করার ভাবনা চিন্তা করছে আমাদের রাজ‍্য সরকার।নতুন শিক্ষক নিয়োগ নেই, মিড ডে মিলে নিম্নমানের আধপেটা খাবার, শিক্ষক দের সঠিক হারে বেতন নেই, আড়াই হাজার টাকা বেতনের পার্শ্ব শিক্ষক নিয়োগ, পরিকাঠামোর অভাব সহ টেট্, এসএসসির বিভিন্ন ধরনের অনিয়মের পর এবার স্কুলে একই ধরনের পোষাক বিধি চালু করার চিন্তা, সরকারের অপরিণামদর্শী চিন্তা ভাবনার ফল। এর আগেও ছাত্রছাত্রীদের নিম্নমানের জুতো, ব‍্যাগ বিলিয়েছিল সরকার। তাছাড়াও ছিল ছাত্রছাত্রীদের ‘সবুজসাথী’ নামক সাইকেল বিলির প্রকল্প, যা আদতে বামসরকারের মস্তিস্কপ্রসূত ছিল। কিন্তু বর্তমান সরকারের হাতে পড়ে যা প্রহসনে পরিণত হয়েছিল মাত্র।সাইকেলগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ছিল ব‍্যবহারের অযোগ্য।

মঙ্গলবার দমদমে একটি সরকারি ইংরেজী মাধ‍্যম স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন সব স্কুলের ছেলেমেয়েদের জন‍্যে একই ধরনের পোষাক চালু করার চিন্তা তাদের রয়েছে। সেই বিষয়ে ভাবনাচিন্তা ও পরিকল্পনা চলছে। তবে সেক্ষেত্রে মাদ্রাসা বা রামকৃষ্ণ মিশনের স্কুল গুলিকে এর আওতায় আনা হবে কিনা,তা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে শিক্ষা দফতর সূত্রে জানা গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই নিয়ে ভিন্ন মত পোষণ করছে। কারন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ইউনিফর্ম বা স্কুলের পোষাকের সঙ্গে জড়িয়ে থাকে একধরণের আবেগ। স্কুলের প্রক্তনীরাও এই আবেগ বহন করে চলে।সেখানে সেই পোশাক বা ইউনিফর্ম বদলে দিতে গেলে বহু বিতর্কের সৃষ্টি হবে। যেমন কিছুদিন আগে সরকার সব সরকারি স্কুলগুলোকে একরঙে (নীলসাদা) রাঙাতে গিয়ে বহু বিতর্কের জন্ম দিয়ে হাস‍্যাস্পদ হয়েছিল। সমস্যার মুলে না গিয়ে সস্তা দেখনদারী করাই এই সরকারের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।