রাজ্য

হাওড়া জেলার টুকরো খবর


চিন্তন নিউজ -সৌমেন সরকার১৭ই নভেম্বর:– নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জগাছা চক্রের উদ্যোগে চক্রের ৭২ টি বিদ্যালয়ের ২০০জন রন্ধন কর্মীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে শয্যা দ্রব্য বিতরণের কর্মসূচির প্রথম দফায় আজ ৪৭নং ওয়ার্ডের ১৯টি এবং ৪৬নং ওয়ার্ডের ২টি বিদ্যালয়ের ৫০জন রন্ধন কর্মীর হাতে তুলে দেওয়া হল বিছানার চাদর , মাস্ক এবং সাবান।সুন্দর পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য ও জেলা নেতৃত্ববৃন্দ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা নেতৃত্ব কিরীটি অধিকারী , বাম আন্দোলনের নেতৃত্ব সুভাষ ধুল সহ অন্যান্য অনেকে। পাঁচ দফা এই কর্মসূচির মধ্য দিয়ে জন সচেতনতার বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে । রন্ধন কর্মীদের সংগঠিত করার প্রশ্নে এটি একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দ ।

শুভঙ্কর দত্ত জানান, রেল বাঁচাও দেশ বাঁচাও– জনগণের সম্পত্তি রক্ষা কর। ২৬ শে নভেম্বর সারাভারত ধর্মঘট সফল করার লক্ষ্যে দক্ষিণ-পূর্ব রেলওয়ে যৌথ মঞ্চের ডাকে প্রচার কর্মসূচি সাঁতরাগাছিতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।