জেলা রাজ্য

এবার উল্টোপুরাণ শিলিগুড়িতে , তৃণমূল ভেঙে সিপিআইএম এ যোগদান


মিঠুন ভট্টাচার্য: চিন্তন নিউজ:১৫ই ফেব্রুয়ারি:- ইতিমধ্যেই বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতায় ধুন্ধুমার হয়েছে , তার রেশ এসে পড়েছিল শিলিগুড়িতে , বামফ্রন্টের ডাকা রাজ্য ধর্মঘটের দিন বামপন্থী ছাত্র যুবদের রাস্তায় দাপিয়ে বেড়ানোর ছবি দেখেছে সারা রাজ্য , শাসকদল অবশ্য এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ হাতছাড়া করতে চাননি , শাসকদল ঘনিষ্ঠ একটি স্কুলের প্রধান শিক্ষিকা অহেতুক বিতর্ক তৈরি করে কালিমালিপ্ত করতে চেষ্টা করেছিলেন এসএফআই এবং ডিওয়াইএফআইকে।  কিন্তু চেয়ারে বসে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে নিজেই খেই হারিয়ে ফেলে নিজের মুখ পুড়িয়েছেন বলে সিপিআইএমের অভিযোগ।

এর মধ্যেই গতকাল  শিলিগুড়ি শহর চল্লিশ নম্বর ওয়ার্ড আশরাফ নগরে ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নিলেন , উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক জীবেশ সরকার , জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ সিং , ডাবগ্রাম ২ নং এরিয়া কমিটির সম্পাদক গণেশ ঘোষ প্রমুখ।

দলবদল প্রসঙ্গে উল্লেখিত পরিবারগুলির বক্তব্য তৃণমূলের স্বজনপোষণ , স্বৈরাচারী ও হত্যা – আক্রমণের রাজনীতির প্রতিবাদ করতে এই সময়ে লাল ঝান্ডা ছাড়া অন্য কোন উপায় নেই , যদিও এই বিজেপির পক্ষ থেকে তাদেরকে তাদের দলে যোগদান করানোর অনেক প্রচেষ্ঠা করা হয়েছিল কিন্তু তারা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রত্যাখ্যান করে মেহনতী মানুষের লড়াইয়ের সঙ্গে থাকতে চেয়ে সিপিআইএমে যোগদান করতে দলীয় নেতৃত্বের কাছে বার্তা পাঠান , এবং স্থানীয় ছাত্র-যুব  ও পার্টি নেতৃত্বের সহায়তায় তারা লাল ঝাণ্ডার দলে যোগ দিয়ে আগামী দিনে দলের কাজ করতে চান বলে জানিয়েছেন।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।