জেলা

গ্যাসের দাম একধাক্কায় বেড়ে গেল সিলিন্ডার প্রতি ৫০ টাকা


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১৫ই ফেব্রুয়ারি:- রোজ প্রতিদিন বাড়ছে জ্বালানির দাম।। গত কয়েকদিন ধরে লাগাতার বাড়ছে পেট্রোল – ডিজেলের দাম। ইতিমধ্যে মধ্যবিত্ত পরিবারের বুকে কাঁপন ধরিয়ে পেট্রোলের দাম ৯০/- বেশী আর ডিজেল ৮৭/- ধারেকাছে।                       

এরই মধ্যে খবরে প্রকাশ গ্যাসের দাম একধাক্কায় বেড়ে গেল সিলিন্ডার প্রতি ৫০ টাকা।  কিছুদিন আগেই বেড়েছিল ২৫ টাকা  এবার দাম বৃদ্ধি পেয়ে হল ৭৯৫ টাকা ৫০ পয়সা। হিসাব মতো দেখা যাচ্ছে গত ডিসেম্বর মাস থেকেই গ্যাসের দাম ঊর্ধ্বমুখী।  চার বার বাড়লো গ্যাসের দাম। কিছু দিন আগে দু’দফায় গ্যাসের দাম বৃদ্ধি পায় ১০০ টাকা। কয়েক মাস আগে ৫ কিলোগ্রাম গ্যাসের দাম ছিল ২৯৫’৫০ /- টাকা । অন্যদিকে বানিজ্যিক ১৯ ‘ ২  কিলোগ্রাম গ্যাসের দাম ছিল  ১৫৯৮’৫০ টাকা।   সাধারণ মানুষের ধারণা ছিল এবার বাজেট পেশের পর জ্বালানি দাম বৃদ্ধি পাবে। মানুষের সেই ধারনা কিন্তু সত্যি হল। টানা ছয় দিন দফায় দফায় বাড়লো পেট্রল – ডিজেলের দাম।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বাজেটে কৃষি সেস বসিয়েছিলেন কিন্তু বলেছিলেন এর দায় সাধারণ মানুষ উপর পড়বে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিদিন বাড়ছে জ্বালানির দাম। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ আরো বিপদে পড়তে চলেছেন। কারণ প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাবে।। কারণ চাল, ডাল , শাকসবজি, প্রতিটি গৃড়স্থালি জিনিস পরিবহন এর নির্ভরশীল। কাজেই জিনিসপত্র এর দাম আকাশছোঁয়া হবে। সাধারণ মানুষ পড়বে আরো বিপদে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।