জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :-১৭ই নভেম্বর – ২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় কর্মীসভা হয়। মিছিল হয় বর্ধমান শহরের ২ নম্বর এরিয়ার তেজ গঞ্জ, চাষি মানা, ফকিরপুর পঞ্চায়েত এরিয়ায়। পূর্বস্থলী এরিয়া কমিটির উদ্যোগে নিমদহের বিভিন্ন জায়গায় নিবিড় গাড়ি প্রচার ও সভা হয়। বর্ধমান সদর ১ এরিয়ার কলিগ্রাম হাটে সিটু সহ বামপন্থী সংগঠনের যৌথ পথসভা হয়। গলসী- বুদবুদ জোনালের উদ্যোগে গলসী বাজারে দেওয়াল লিখন ও পোস্টারিং করা হয়। বর্ধমান শহরের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে কার্জন গেটে ধর্মঘটের সমর্থনে পথসভা হয়।

বর্ধমান শহর ১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এক কর্মীসভায় বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক। তিনি বলেন, এই ধর্মঘট হবে শ্রমিক, কৃষক, খেতমজুরদের রুটি, রুজি, আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। ২৭ শে নভেম্বরও দিল্লীতে হাজার হাজার ট্রাকটর নয়ে গোটা দিল্লী স্তব্ধ করার পরিকল্পনা আছে শ্রমজীবী মানুষের। তিনি আরো বলেন, এই ধর্মঘটে শ্রমিকরা দাবি করছে তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে। কৃষি বিল আইনে পরিণত হয়েছে, কৃষকরা সরকারকে ফসল বিক্রি করতে পারবে না। তাই এই ধর্মঘটে সারাদেশের কৃষকরা সংগঠিত হচ্ছে। সভায় আরো বক্তব্য রাখেন তাপস সরকার, নজরুল ইসলাম, সুপর্ণা ব্যনার্জী, অপূর্ব চ্যাটার্জি।

সভার শুরুতে চলচ্চিত্রাভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।