সরোজ দাস: চিন্তন নিউজ:১৫ই ফেব্রুয়ারি:- রামকৃষ্ণ মিশন ও মঠ এখন শাসকের রাজনৈতিক আখড়ায় পরিণত হয়েছে। উত্তর হাওড়া আঞ্চলিক কমিটির সদস্য তথা কোষাধ্যক্ষ শুভজিৎ দাস-কে (বুবাই) নবান্ন অভিযানে অংশগ্রহণ করার জন্য, তাকে কাজ থেকে তিনমাসের জন্য সাসপেন্ড করে দিল রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির কম্পিউটার সেন্টার।
আজ সকালে কাজে যোগ দিতে গেলে তাকে সেখানকার মহারাজ ডেকে জিজ্ঞেস করেন সে নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছিলো কি না, তার উত্তরে কমরেড শুভজিৎ জানান কাজ ও শিক্ষার দাবিতে সে রাজ্য সরকারের বিরুদ্ধে সেদিন মিছিলে পা মিলিয়ে ছিলেন। তারপরেই মহারাজ তাকে তিনমাসের জন্য কাজ থেকে সাসপেন্ড করে ও লোকাল থানা থেকে নো- অবজেকশন (No objection) এর চিঠি নিয়ে তিনমাস পর কাজে যোগদানের কথা জানায়।
এর থেকেই আবার প্রমাণ হলো রামকৃষ্ণ মিশন এখন শাসকের তাবেদারি করতে ব্যস্ত। অন্যায়ের বিরুদ্ধে ও অধিকারের লড়াইয়ে অংশগ্রহণ করলেই তাদের রোষানলে পড়তে হয় সাধারণ মানুষকে।
শাসকের দালালদের কাছে মাথানত না করার জন্য কমরেড শুভজিৎ দাসের পাশে আমরা আছি এবং এই ঘটনার প্রতিবাদে যথাযথ ব্যবস্থা গ্ৰহণ করার অঙ্গীকার ছাত্র-যুবদের।