জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৫ ই ফেব্রুয়ারি – ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে পুলিশি বর্বর আক্রমণে গুরুতর আহত যুব ফেডারেশনের সদস্য, কর্মী মইদুল ইসলাম মিদ্যা আজ সকালে মারা গেলেন। এই বর্বরতার বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গায় মেমারি, বৈদ্যপুর, গুসকরা, ভাতার, কাটোয়া, বর্ধমানে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। মাধবডিহি আঞ্চলিক কমিটির উদ্যোগে লোহাই বাজারে ধিক্কার শোক মিছিল ও পথ অবরোধ করা হয়।

আজ বিকেল ৪ টায় বর্ধমান সদর ১ গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে ছয়েরমাইলে বিক্ষোভ ও অবরোধ সংঘটিত হয়, ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়, বিক্ষোভ সভায় এলাকার মানুষের মধ্যে যথেষ্ঠ উৎসাহ লক্ষ্য করা যায়, এই কঠিন সময়ে মানুষের মনে এই বর্বরতার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এ দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান কাটোয়া রোড। উক্ত বিক্ষোভে উপস্থিত পুলিশ যুব বর্ধমান সদর ১ আঞ্চলিক সম্পাদক চন্দন সোমকে বিক্ষোভ তুলে নিতে চাপ দিলেও এই চাপের মুখে বিক্ষোভের আঁচ একটুও কমেনি, দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে চন্দন সোম কে পুলিশ তুলতে গেলে উপস্থিত কমরেডদের চাপে পুলিশ পিছু হটে ও পরে মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে এই অবরোধ তুলে নেওয়া হয়।
জামালপুরে ধিক্কার মিছিল হয় এবং শেষে পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।