রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৬শে জানুয়ারি:– দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে ও ফ্যাসিস্ট সরকারের অগণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রামপুরহাট, সিউড়ি, ও বোলপুরে সারা ভারত কৃষকসভার কিষাণ ট্রাক্টর প্যারেড অনুষ্ঠিত হলো রামপুরহাট শহরে কৃষি আইনের প্রত্যাহার চেয়ে তথা দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রতীকী ট্রাক্টর র্যালি হল জয়কৃষ্ণপুর ক্রিকেট ময়দান থেকে সেচ কলোনি পর্যন্ত।
লাল পতাকায় সেজে প্রায় শতাধিক ট্রাক্টর স্লোগান মুখরিত হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ গোটা রামপুরহাট প্রদক্ষিণ করে। এই র্যালি সারা শহরে কৃষি বিলের বিরোধিতা সম্পর্কে এক সাধারণ সচেতনতা তৈরি করে। মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পরার মত। অন্যদিকে বেলা ২-৩০ মিনিটে দিল্লীর কৃষান প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর মিছিলের ও কৃষক আন্দোলনের সমর্থনে, কৃষি ও কৃষক বিরোধী তিনটি নতুন আইন বাতিলের দাবীতে সিউড়ীর দুবরাজপুর রোড ও হাইরোডের সংযোগ স্থল থেকে ট্রাক্টর মিছিল শুরু হয়।