জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২১ আগষ্ট, ২০২১ – আজ কাটোয়া আর্য ব্যয়াম সমিতি চত্বরে সিটু ও এ বি পি টি এ পরিচালিত “কিশলয় পাঠশালা”র ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন কাটোয়ার বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার মনোজ মুখার্জি।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্বস্থলী এরিয়া কমিটির কেন্দ্রীয় শাখার সদস্য কমরেড ইসমাইল সেখ আজ সকাল ১১:৩০টায় মেড়তলা গ্ৰাম পঞ্চায়েতের সিমলা গ্ৰামে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। নদীয়ার ধুবুলিয়ার তাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সিমলা গ্ৰামে সপরিবারে স্থায়ী ভাবে বসবাস করেন। তিনি ৭০ র দশকে মূলত কৃষক ক্ষেতমজুর আন্দোলনের মাধ্যমে পার্টির সংস্পর্শে আসেন। ১৯৭৮ সালের প্রথম পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন।১৯৮৮ সালে পার্টির সদস্যপদ লাভ করেন। বিগত কয়েক বছর যাবৎ মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।
তাঁর মরদেহে পার্টির পতাকা ও মাল্যদানের মধ্যে দিয়ে শেষ শ্রদ্ধা জানান পার্টি নেতা রাজেন্দ্র ঘোষ, দয়াল ঘোষ প্রমুখ নেতৃত্ব। মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেন অঞ্জু কর, সুব্রত ভাওয়াল, প্রদীপ সাহা প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।