আকতারুল আলম: চিন্তন নিউজ:২০শে নভেম্বর:– গতকাল মালদা’র সুজাপুরের বিষ্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বাম পরিষদীয় দলনেতা সূজন চক্রবর্তী নিরপেক্ষ তদন্ত দাবি করেন। এবং আসলে এই ঘটনাটি কী? সত্যটি প্রকাশ করার দাবি করেন । তিনি আরও দাবি করেন যে মানুষ গুলি মারা গেলেন তারা তো হতদরিদ্র মানুষ, তাই যারা মারা গেছেন তাদের নূন্যতম দশ লক্ষ ক্ষতিপূরণ বা যারা আহত হয়েছেন তাদের নূন্যতম দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকারের উচিত সেটা নিশ্চিত করা।
প্রসঙ্গত বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মালদার কালিয়াচকের সূজাপুর স্ট্যান্ডের ঠিক পাশে এক মর্মান্তিক ঘটনা ঘটে, এক প্লাস্টিক কারখানার মেশিনে বোমা বিস্ফোরণে কেপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় গোটা কারখানা উড়ে যায়। কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু এবং পরবর্তীতে চিকিৎসার জন্য কলকাতা যাওয়ার পথে আরও একজনের মৃত্যুর খবর মেলে, সব মিলিয়ে এই ঘটনায় মোট ৫ জনের মৃত্যু ও ৬ জন আহত হন।