জেলা

হুগলি জেলার সংবাদঃ-


২১ শে অগাষ্টঃ- চিন্তন নিউজঃ—সিদ্ধার্থ গুহঃ-. আজ ভারতের ছাত্র ফেডারেশনের ডানকুনি আঞ্চলিক কমিটির উদ্দ্যোগে ডানকুনি অঞ্চলে স্কুল খোলার দাবী নিয়ে ডানকুনি হাউসিং গেটে প্রতিবাদ সভা। প্রধান বক্তা হিসেবে ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের হুগলি জেলার সভানেত্রী কমঃ নবনীতা চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের ডানকুনি আঞ্চলিক কমিটির স্থানীয় নেতৃত্ব।

সন্দীপ সিংহঃ-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে গত 20 আগস্ট 2021 জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস উপলক্ষে সকাল বেলা ছটি জায়গায় পোস্টার প্রদর্শনী হয়। ঐ দিন বিকেলবেলা বাঁশবেড়িয়ার গণেশ ঘাটে একটি পথসভা ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন বিজ্ঞান আন্দোলনের সৈনিক ও শহীদ নরেন্দ্র দাভোলকার এর ছবিতে মাল্যদান ও একই সঙ্গে সেখানে গান, আবৃত্তি, কুসংস্কার বিরোধী অনুষ্ঠান, সর্প বিষয়ে মানুষের যে ভুল ধারণা আছে তা দূর করার জন্য স্লাইড শো এর মাধ্যমে প্রচার, পাঠ্যক্রমে জ্যোতিষশাস্ত্র পড়ানোর বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সোমনাথ ঘোষঃ- হুগলী’র চন্ডীতলা-১ ব্লক কৃষক সভার অধীন শিয়াখালা অঞ্চল কৃষক সভার ২৬ তম সম্মেলন ইং-২০শে আগষ্ট’২০২১ তাং শুক্রবার বিকালে কমরেড গৌরাঙ্গ বাগ ও কমরেড সন্ধ্যা পাত্র নগর(চকতাজপুর), কমরেড সুফল পাত্র,কমরেড লাল্টু দাস ও কমরেড বারীন দাস মঞ্চে অনুষ্ঠিত হল। চকতাজপুর অন্নপূর্ণাতলার পাশে সন্ধিপুর মোড়ে পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের পর মিছিল সহকারে প্রতিনিধিরা সম্মেলন মঞ্চে প্রবেশ করেন। সম্মেলনের উদ্বোধন করেন ব্লক সম্পাদক সোমনাথ ঘোষ। সনৎ বাগুই, পুষ্প পাত্র ও কমলা দাসকে নিয়ে গঠিত ৩ জনের সভাপতিমন্ডলী সম্মেলনের কাজ পরিচালনা করেন। ৫২ জন প্রতিনিধির উপস্থিতিতে বিদায়ী সম্পাদক বিশ্বজিৎ মাজি’র পেশ করা প্রতিবেদনের উপর ৯ জন প্রতিনিধি আলোচনা করেন।আলোচনায় কৃষকের ফসলের দাম,১০০ দিনের কাজে পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি, তৃণমূলের ডোল রাজনীতি এবং মানুষকে লোভ ও ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা, পেট্রোল-ডিজেল সহ জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয় গুলি প্রাধান্য পায়। এসব মোকাবিলার জন্য সকলেই সংগঠন শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ হন। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ তপন ব্যানার্জী। জেলা কৃষক সভার পক্ষে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন রঘুনাথ ঘোষ। সনৎ বাগুই-সভাপতি, বিশ্বজিৎ মাজি- সম্পাদক ও তপন ব্যনার্জী’কে কোষাধ্যক্ষ করে ২৩ জনের নতুন কমিটি ও আসন্ন ব্লক সম্মেলনের জন্য ১৫ জন প্রতিনিধি সর্ব্বসম্মতিক্রমে নির্বাচিত হয়।প্রায় আড়াই ঘন্টা ধরে সম্মেলনের কাজ চলে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।