কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:৫ই জুলাই:- লকডাউন হোক, অথবা আনলক১ কিংবা আনলক২ মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সদাব্যস্ত প্রতিশ্রুতির প্রতিযোগিতায়। মুখেন মারিতং জগতঃ! কাজ আর কথার ফারাক আসমানজমিন। শুধু কথার মারপ্যাঁচে ভরে না ভুখাপেট।
বামপন্থী দল ও গণসংগঠনগুলোর পাশাপাশি বামমনস্ক পেশাভিত্তিক গণসংগঠনগুলোও কর্মক্ষেত্রের বাসিন্দাদের পাশে দায়বদ্ধতায় এগিয়ে এলো। কোঅর্ডিনেশন কমিটির মহাকরণ অঞ্চল শাখা আজ ৫৫ সূর্য সেন স্ট্রীটে এলাকার প্রান্তিক ২০০ পরিবারের হাতে তুলে দিল প্রয়োজনীয় নিত্যব্যবহার্য সামগ্ৰীর পাশাপাশি একটি মশারি, বর্ষার সময়ে ডেঙ্গু মোকাবিলায় যা সত্যিই স্বস্তিকর।
শুধুমাত্র নিজেদের পেশার ক্ষেত্রে নয়, লড়াইয়ের ময়দানে সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী কোঅর্ডিনেশন কমিটি এক বিশেষ জায়গা করে নিল এলাকার দুঃস্থ মানুষের মনে।