সুমন মাল: চিন্তন নিউজ:-১০ই মে:–নলহাটি ব্লক এর বানিওর পঞ্চায়েতের নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এর পরিচালনায় সুলতানপুর গ্রামে স্যানিটাইজ করার কাজ চলছে শিক্ষক মহাশয়দের নেতৃত্বে। সেই কাজে সাথে ছিলেন রাজু মাল, বদন চন্দ্র লেট, নিহার রঞ্জন মন্ডল, সৌভাগ্য মাল, চন্দ্রকান্ত মাল,
গ্রামবাসীদের মধ্যে বীরেন মাল, পিন্টু মাল, ভুনু মাল, লক্ষণ মাল, প্রদীপ মাল এঁরা স্যানিটাইজার স্প্রে করার জন্য এগিয়ে এসেছেন। গ্রামে পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বাররা করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যা করা উচিৎ সে সম্পর্কে এদের কোনো উদ্যোগই নেই। তারা যে জনপ্রতিনিধি মানুষের ভোটে জেতা, শাসক দলের কেউ তারা এগিয়ে আসেনি। তাই শিক্ষক মহাশয়রা এগিয়ে এসেছেন এলাকায় করোনা সংক্রমণ রুখতে।