জেলা

হাওড়া জেলার খবর—-


চিন্তন নিউজ:১৮ই আগস্ট:- মিঠু ভট্টাচার্য- কমরেড দেবু মালিক স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও ১৭/৮/২০ তারিখে ধূলাগোড় ট্রাক টার্মিনালে রক্তদান শিবির ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কম: দেবু মালিকের দশম মৃত্যুবার্ষিকীতেমুটিয়া মজদুর গণসংগঠন এই কোভিড পরিস্থিতিতে ওই এলাকায় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে। কিছুদিন আগে নলপুরের একটি থ্যালাসেমিয়া পেশেন্ট রক্তের অভাবে মারা গেছে। সরকারি ব্লাড ব্যাংক গুলোতে রক্তের অভাব এবং কালোবাজারি বন্ধ করার জন্য ৯৩ জন রক্তদাতা রক্ত দিয়েছেন তারমধ্যে মহিলা ১৮ জন। কমরেড নীলমণি রায় সভা পরিচালনা করেন এবং কমরেড সুমিত্র অধিকারী এবং বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন এবং এই সভায় দীপসিতা ধর উপস্থিত ছিলেন। সভা শেষ হওয়ার পর রক্তদানের কর্মসূচি শুরু হয়।

সংবাদদাতা- আশিস কংসবণিক :- দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ, এলাকা বা রোগাক্রান্ত পরিবারের বাসস্থান স্যানিটাইজ করার কোনো উদ্যোগ নেই প্রশাসনের। আজ গণতান্ত্রিক যুব ফেডারেশন বালি-জগাছা উত্তর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে নিশ্চিন্দা ১ নম্বর এলাকার করোনা আক্রান্ত রোগীর বাড়ি স্যানিটাইজ করা হল। পরিবারের ৪ সদস্যের মধ্যে তিনজনেরই রিপোর্ট পজেটিভ। একটি পাঁচ বছরের শিশুও রয়েছে এদের মধ্যে। প্রত্যেকদিনই এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন সংগঠনের কর্মীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।