দেশ

বিচারের বানী নীরবে , নিভৃতে কাঁদে


দেবু রায়: চিন্তন নিউজ:১৩ই জুলাই:- রাষ্ট্রের ভুল বা অন্যায়কে তুলে ধরা, বা প্রতিবাদ করা কি রাষ্ট্র দ্রোহীতা? সবাই তো স্বাধীন গণতান্ত্রিকন রাষ্ট্রে বাস করেন এই দেশের নাগরিক, দেশের জনগণ কি ভোট দেওয়া শেষ হলেই কি তাদের প্রতি সরকারের দায়- দায়িত্ব সব শেষ ?. প্ৰতি বাদ করাটা কি দেশ বিরোধী ?.
বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে যারা সরব হয়েছিলেন, এইরকম কয়েক জনের কথা

সাফুরা জার্গার : কাশ্মীরের এই ছাত্রীটি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সোসিওলজির পিএইচডি র ছাত্রী , বর্তমানে যার পেটে ছয় মাসের শিশু যে আর কয়েক দিন বাদে পৃথিবীর আলো দেখবে, তাকে জেলে থাকতে হয় কোরোনার আব হয়ে , তাকেও পেটে বাচ্চা নিয়ে জেলে থাকতে হয় কারন টার অপরাধ কি ?. তিনি এন‌আরসি/ এনপিআর এর বিরোধিতা করে রাস্তায় নেমে ছিলেন , ছাত্র – ছাত্রীদের লড়াইতে সামিল করেছিলেন !, এর যারা ” গলি মারো সালে কো ” বোলে হিংসার উস্কানি দেয় , তাঁদের শাস্তি হয় না , তারা মহান , তারা আমার আপনার দেয়া ট্যাক্স এর পয়সায় সব রাজ সুখ ভোগ করে !,

ডাক্তার কাফিল খান : একজন মানব প্রেমী ডাক্তার তিনি আজকে জেলে , কি তার অপরাধ ?. তিনি রাষ্ট্রের ভুল চিকিৎসা ব্যাবস্থার বিরুদ্ধে প্ৰতি বাদ করে ছিলেন , ভুল গুলো ধরিয়ে দিয়ে ছিলেন , তাই সে দেশদ্রোহী ! তাকে কোরোনার আব হয়ে যখন দেশে গরিব মানুষ দের ওনার সেবার প্রয়োজন তখন তিনি জেলে রাষ্ট্র দ্রোহীতা র অপরাধে ! আর মনু শর্মা যিনি রাত বারোটার সময় মদ না পাবার জন্য জোসিকালালকে গুলি করেন তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন !তার জন্য বিচার হলো না , তাকে জেলে কাটাতে হয় না ! জেলে থাকতে হয় সাফুরা জার্গারকে , ডাক্তার কাফিল খানকে ,

ভারভারা রাওকে জেলে থাকতে হয়, যিনি একজন আশি বছরের বিদ্রোহী কবি , যিনি খুবই অসুস্থ , কি তার অপরাধ ?. না তিনি রাষ্ট্রের ভুলগুলো লিখে মানুষের কাছে তুলে ধরেন!, আর কপিল মিশ্র , বিজয় মাল্য, নীরব মোদী , এরা শত অপরাধ করলো থাকে জেলের বাহিরে! তাই তো এসব দেখে কবি গুরুর সেই কটা লাইন খুবই প্রাসঙ্গিক বোলে মনে হয় : ” আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে / আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে , বিচারের বানী নীরবে নিভৃতে কাঁদে ! ”


.


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।