দেশ বিদেশ

তেল কেনায় মার্কিন নিষেধাজ্ঞা


মীরা দাস, চিন্তন নিউজ, ৯ এপ্রিল: ইরানের  সাথে ভারতের একটা বাণিজ্য  সম্পর্ক  আছে। ইরান থেকে প্রচুর পরিমানে অশোধিত তেল কেনে ভারত। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার জন্য তেল কেনা বিঘ্নিত হয়। আবার ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতেও নিষেধাজ্ঞা চেপেছে। আমেরিকা চাপ দিচ্ছে ভারত যেন অর্থনৈতিক জোগানদার না হয়ে দাঁড়ায়  ভেনেজুয়েলার। ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা  জারি করেছে। বিস্তর  অনুরোধ উপরোধ করেও ভারতের বিদেশ সচিব (বিজয় গোখেল) আমেরিকার বিদেশ সচিবের মন গলাতে পারেনি।
ভেনেজুয়েলার গুরুত্বপুর্ন ক্রেতা  ভারত। ২০১৭-১৮  সালে প্রায়  ১কোটি ১০ লক্ষ টন অশোধিত তেল কিনেছে ভারত এবং সব টাকাই নগদে মেটানো  হয়। এই তেল কেনা যদি বন্ধ হয়ে যায় তাহলে বিপর্যস্ত হয়ে পড়বে ভেনেজুয়েলার প্রশাসন। কিছুদিন আগে ভেনেজুয়েলার তৈল মন্ত্রী  এসেছিলেন ভারতকে অনুরোধ জানাতে, আরও বেশি করে তেল কিনতে।
এ সব আঁচ  পেয়েই আমেরিকা  অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর ভাবে বলবৎ করে।কিন্তু ভারত কি পারবে উপেক্ষা করতে মার্কিন নিষেধাজ্ঞা? কিন্তু  কিউবার মত দেশ উপেক্ষা করতে সক্ষম হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।