দেশ

মেয়াদী জমায় সূদ কমালো এসবিআই।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১৪ই অক্টোবর:–কেন্দ্র রাজ‍্যের সাঁড়াশি আক্রমনে নাভিশ্বাস প্রবীণদের।।একদিকে কেন্দ্রীয় সরকারের  মেয়াদী জমায় সুদ হ্রাস অপরদিকে রাজ‍্য সরকারের ডিএ ছাঁটাই, ও নতুন পে কমিশন লাগু করায় অনীহা,এই দুই সাঁড়াশি আক্রমনে জেরবার এ রাজ‍্যের তথা দেশের প্রবীণ সম্প্রদায়।সম্প্রতি স্টেট ব‍্যাঙ্ক মেয়াদী জমায় সুদ হ্রাস করেছে।আশঙ্কা করা হচ্ছে অন‍্যান‍্য ব‍্যাঙ্ক গুলো ও সেই পদাঙ্কই অনুসরন করবে।

প্রবীণ এবং অবসরপ্রাপ্ত রা সাধারণত মেয়াদী আমানতের সুদের টাকা ও যৎসামান্য পেনশনের টাকাতেই তাদের নিত‍্যদিনের খরচখরচা চালান।ফলে ব‍্যাঙ্কের স্থায়ী আমানতে সুদ ছাঁটাই হলে সবচেয়ে বেশী অসুবিধার সম্মুখীন হন এই প্রবীণ মানুষেরা।

প্রকৃতপক্ষে জমা মেয়াদী আমানতের এই অর্থই কর্পোরেট হাউসগুলোকে ঋন হিসেবে জোগান দেওয়া হচ্ছে নামমাত্র সুদে।শুধুমাত্র স্টেট ব‍্যাঙ্কেই  প্রবীন দের মেয়াদী জমার পরিমাণ ১৪ লক্ষ কোটী টাকা।রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের অনাদায়ী ঋনের সিংহভাগ কর্পোরেট হাউসগুলো উদরস্থ করেছে।অন‍্যদিকে আবার মন্দার অজুহাতে এই হাউসগুলোকে ঋন জোগাচ্ছে এইসব রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্ক গুলোই।

মোদী সরকারের এই দূর্নীতিপূর্ন আর্থিক নীতি নিয়ে প্রশ্ন তোলার ফলে একের পর এক বদল হয়েছে রিজার্ভ ব‍্যাঙ্কের গভর্নরের।বর্তমান গভর্নর মোদি সরকারের আস্থাভাজন শক্তিকান্ত দাস সরকারি নির্দেশে কর্পোরেট হাউসগুলোকে সস্তায় সুদের জোগান দিতে লাগামহীন ভাবে কমিয়েছে রেপো রেট।ফলে সুদও কমেছে অনিয়ন্ত্রিত ভাবে।গত নভেম্বরে যেখানে ২–৩ বছরের মেয়াদী জমায় সুদ ছিল ৬.৮% ,এবার অক্টোবরে তা হয়েছে৬.৪%।এবারে যেভাবে পাঁচবারে রেপো রেট কমানো হলো গত দশবছরে তা হয়নি।এই ভাবে যদি তা ৬% এর কমে চলে যায় ,তবে সামাজিক ক্ষেত্রে বড় অসন্তোষ দেখা দিতে পারে।এছাড়া এভাবে মেয়াদী আমানতে সুদ কমায় আমানতকারীরা মিউচুয়াল ফান্ডে ঝুঁকতে পারে ,যা আখেরে ব‍্যাঙ্কেরই ক্ষতি করবে।কারন মেয়াদী আমানতের সুদ করযোগ‍্য।এই সুদ কমানোর সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ব‍্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের অব ইন্ডিয়া।এইভাবে সুদ কমালে ব‍্যাঙ্কের  মূলধন সংগ্রহ হ্রাস পাবে।অবস্থা এমন হয়েছে যে প্রবীণ মানুষ, যারা শুধুমাত্র সুদের উপর ভরসা করে সংসার চালান তারা তীব্র আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে।অনেক ক্ষেত্রে তারা তাদের উর্দ্ধগামী চিকিৎসা র খরচ জোটাতে পারছেন না।যা প্রবীণ মানুষদের একটা বড় সমস্যা।অপরদিকে রাজ‍্য সরকার তাদের প্রাপ‍্য বকেয়া ডিএ থেকে বঞ্চিত করছে,দিচ্ছে না নতুন পে কমিশন।

ফেডারেশনের মতে বাজারে মন্দা কাটানোর জন‍্যে সুদের হার কমিয়ে মুলধনের জোগানের পন্থা সঠিক পথ নয়।এমন পদক্ষেপ নিতে হবে যা সাধারণ মানুষের আয় বাড়াবে ,তাদের ক্রয়ক্ষমতা বাড়াবে।তবেই চাঙ্গা হবে বাজার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।