দেশ

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর ঘোষনা …গ্যাসের দামের ওপর নিয়ন্ত্রন তুলে নেওয়া হবে …


মীরা দাস:চিন্তন নিউজ:২৭শে জুন:–গ্যাস সিলিন্ডারের উর্দ্ধমুখী দামের জন্য মধ্য বিত্তের নাভিশ্বাস এমনিতেই উঠছে, এর মধ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়ম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুক্রবার ঘোষনা করেছেন যে ধীরে ধীরে জ্বালানি গ্যাসের দাম নির্ধারিত হবে আন্তর্জাতিক বাজার চলতি দামের সঙ্গে।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে প্রধান জানান , জ্বালানির চাহিদা সেপ্টেম্বর, অক্টোবরে আবার ফিরে আসবে। পেট্রলের দাম বেড়েছে শুক্রবার। এই নিয়ে ধারাবাহিক ভাবে ২০ দিন বৃদ্ধি পেল পেট্রল ও ডিজেলের।
রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম বেড়ে যথাক্রমে ৭৯.৯২ টাকা আর ডিজেলের দাম ৮০.০২ টাকা। পেট্রল আর ডিজেলের দামে বিশেষ ফারাক না থাকায় একটি আশঙ্কা র কথা শোনা যাচ্ছে ।কারন বাণিজ্যিক অর্থাৎ পন্য এবং যাত্রী পরিবহনে যুক্ত গাড়িগুলো ও মুলত ডিজেলে চলে। যাত্রী এবং পন্য পরিবহন ব্যাবসায় এর ফলে নেতিবাচক প্রভাব পড়বে অন্যদিকে গাড়ি নির্মাতা সংস্থা গুলিতেও এর প্রভাব পড়বে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।