দেশ রাজ্য

পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে পশ্চিবঙ্গ সরকার নির্বিকার



রুদ্র চক্রবর্তী:-চিন্তন নিউজ:-২রা মে, বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার দাবি জানিয়ে গত শুক্রবার রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে চিঠি লেখেন সংসদের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি এই চিঠির মাধ্যমে কেন্দ্রের রেলমন্ত্রীর কাছে জানতে চান ঝাড়খণ্ড যদি ১২০০শ্রমিক তেলেঙ্গানা থেকে ট্রেনে ফিরিয়ে আনতে পারে তাহলে বাংলার পরিযায়ী শ্রমিকদের কেন ফেরানো হচ্ছে না।

সূত্রের খবর তার উত্তরে রেলমন্ত্রীর তরফ থেকে জানানো হয় যে সকল রাজ্য তাদের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র দফতর এবং রেল দফতরে যোগাযোগ করেছেন তাদের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে রেল দফতর। সূত্র মারফৎ আরো জানা যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। আগামী দিনে দেশের সমস্ত পরিযায়ী শ্রমিকদের তাদের নিজ রাজ্যে সঠিক ভাবে ফিরিয়ে দেওয়ার আবেদনও করেন কংগ্রেস নেতা সাংসদ অধীররঞ্জন চৌধুরী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।