মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:২রা মে:–লকডাউন শুরু হতেই যখন চারিদিকে হাহাকার – দরিদ্রতা মানুষের অসহায়ত্ব প্রকাশ পেয়ে চলেছে , কেন্দ্র কিংবা রাজ্যের সরকার মানুষের ন্যূনতম খাদ্য সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি , ঠিক সেই সময় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের বামপন্থী গনসংগঠনসমূহের উদ্যোগে ওয়ার্ডের গরিব মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি চলছে । উপস্থিত ছিলেন যুবনেতা নন্দন ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ
অপরদিকে ডিওয়াইএফআই দার্জিলিং জেলার অন্তর্গত মেডিকেল মোড় শাখার পক্ষ থেকে গতকাল মে দিবস উপলক্ষে রাস্তার ভবঘুরে , পুলিশ প্রশাসন এবং লচকে বস্তি এলাকার প্রায় ৩০০ জন মানুষকে রান্না করা খাবার তুলে দেওয়া হয় পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ২১০ টি অসহায় সুবিধাবঞ্চিত পরিবারকে চাল-ডাল ইত্যাদি রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন
ডিওয়াইএফআই মেডিকেল মোড় শাখা সম্পাদক সুকান্ত ঘোষ ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য মীরা রায় সহ অন্যান্য কমরেডরা।