জেলা

লকডাউন শুরু থেকে আজ পর্যন্ত ক্ষুধার্ত মানুষের খাদ্যসংস্থানে বাম গণসংগঠনগুলি


মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:২রা মে:–লকডাউন শুরু হতেই যখন চারিদিকে হাহাকার – দরিদ্রতা মানুষের অসহায়ত্ব প্রকাশ পেয়ে চলেছে , কেন্দ্র কিংবা রাজ্যের সরকার মানুষের ন্যূনতম খাদ্য সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি , ঠিক সেই সময় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের বামপন্থী গনসংগঠনসমূহের উদ্যোগে ওয়ার্ডের গরিব মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি চলছে । উপস্থিত ছিলেন যুবনেতা নন্দন ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ

অপরদিকে ডিওয়াইএফআই দার্জিলিং জেলার অন্তর্গত মেডিকেল মোড় শাখার পক্ষ থেকে গতকাল মে দিবস উপলক্ষে রাস্তার ভবঘুরে , পুলিশ প্রশাসন এবং লচকে বস্তি এলাকার প্রায় ৩০০ জন মানুষকে রান্না করা খাবার তুলে দেওয়া হয় পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ২১০ টি অসহায় সুবিধাবঞ্চিত পরিবারকে চাল-ডাল ইত্যাদি রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন
ডিওয়াইএফআই মেডিকেল মোড় শাখা সম্পাদক সুকান্ত ঘোষ ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য মীরা রায় সহ অন্যান্য কমরেডরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।