জেলা

হাওড়া জেলার খবর—-


চিন্তন নিউজ: ২রা আগস্ট:- সংবাদদাতা- মিঠু ভট্টাচার্য: তাং- ২/৮/২০-আজ সাঁকরাইল উত্তর এরিয়া কমিটির দুইল্যা ২নং শাখার সিপিআই (এম) পার্টি সদস্যা সারবান বিবি গত ৭/৭/২০তারিখে হঠাৎ বাথরুমের মধ্যে কার্ডিয়াক অ্যাটাক হয়ে প্রয়াত হন। আজ সি পি আই(এম) পার্টির পক্ষ থেকে ওনার স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সবটাই করা হয় হু’ এর নিয়ম মেনে। উনি এক দশক ধরে পার্টির সঙ্গে জড়িত এবং এক শ্রমজীবী পরিবারের মেয়ে । তার পরে তিনি শ্রমজীবী পরিবারের বধূ হয়ে আসেন। আজ এলাকায় যেভাবে মানুষ জন জমায়েত হয়েছেন তাতে উনি যে কতটা মানুষের মন জয় করেছিলেন সেটা বোঝা যায়। ওনার দুই কন্যা একমাত্র পুত্র ও বৌমা এবং তিন নাতনি রেখে গেছেন।জেলার উচ্চতর পার্টি নেতৃত্ব ও কমরেড সুমিত্র অধিকারী উপস্থিত ছিলেন। শোক প্রস্তাব পাঠ ও মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং বিভিন্ন বক্তারা আলোচনার মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

সংবাদদাতা—মিঠু ভট্টাচার্য আরও জানান, গণতান্ত্রিক যুব ফেডারেশন সাঁকরাইল ১ নং আঞ্চলিক কমিটির উদ্যোগে সাঁকরাইল ইউনিটের সক্রিয় সহযোগিতায় লকডাউন পিরিয়ডে রক্তের ঘাটতি পূরণ করতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব বেরা, সভাপতি শৈলেন্দ্র রাই প্রমুখ জেলা নেতৃত্ব। এলাকার মানুষের উপস্থিতি লক্ষ্যণীয়। শিবিরে রক্তদান করেন ৩৯ জন।

সংবাদদাতা—-লাল্টু ঘোষ জানাচ্ছেন, সি পি আই(এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে জগাছা ৩ নং শাখা এলাকায় কর্মীদের সক্রিয় অংশগ্রহণে এলাকার বাসিন্দাদের চাহিদার কথা মনে রেখে স্যানিটাইজ করা হল ও ব্লিচিং পাউডার ছড়ানো হয়

সংবাদদাতা– হিমাদ্রি পাত্রের রিপোর্ট, হাওড়া এস এফ আই ও ডি ওয়াই এফ আই সিদ্ধেশ্বর ইউনিট কমিটির উদ্যোগে সিদ্ধেশ্বর ঘড়া পাড়া থেকে সাঁইহাটি খেলার মাঠ পর্যন্ত স্যানিটাইজার করা হল।

সংবাদদাতা—আশিস কংসবণিকের রিপোর্ট- সি পি আই (এম) বালি জগাছা উত্তর এরিয়া কমিটির আহ্বানে নিশ্চিন্দিপুর তরুণ সংঘের মাঠে আজ অনুষ্ঠিত হল প্রাক্তন বিধায়ক ও নেতৃত্ব পদ্মনিধি ধরের স্মরণসভা। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুমিত্র অধিকারী, শঙ্কর মৈত্র প্রমুখ। সভাপতিত্ব করেন গৌতম হালদার। স্মৃতিচারণ করেন দীপক দাশগুপ্ত, বিপ্লব মজুমদার, সর্বভারতীয় যুবনেত্রী দীপ্সিতা ধর। অসংখ্য গুণমুগ্ধ মানুষের উপস্থিতি ও শ্রদ্ধাজ্ঞাপনে অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা নেয়। সভাশেষে ইন্ট‍্যারন্যাশনাল পরিবেশিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।