বিদেশ রাজনৈতিক

চিলিতে বামপন্থার জয়


মিতা দত্ত: চিন্তন নিউজ:২০শে মে:– চিলিতে সংঘটিত সাম্প্রতিক নির্বাচনে বিপুল জয় সোশাল কনভারজেনশিয়া নামক বামপন্থী দলের। প্রতিপক্ষ রিপাবলিকানকে বিপুল ভোটের হারিয়ে এই জয় ছিনিয়ে নেয়।বামপন্থীরা প্রায় পায় ৫৫% ভোট অন্যদিকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে প্রচারে এনেও পায় ৪৪% মত।অর্থাৎ প্রায় ১১% এর পার্থক্যে এই জয়লাভ যা উল্লেখের দাবী রাখে।।এই বিপুল জয়ে উচ্ছ্বসিত চিলির জনগণ ।

এই ভোটের ফলে ইতিহাস গড়ে দিয়েছেন বামপন্থীরা। গ্যাবরেই বরিক মাত্র ৩৫ বছর বয়স্ক প্রাক্তন ছাত্র নেতা হতে চলেছে চিলির রাজনীতিতে সবচেয়ে নবীন রাস্ট্রপতি। তিনি বলেন যে তিনি সমগ্র চিলির যোগ্য শাসক হিসেবে নিজেকে গড়ে তুলবেন,তার পার্টি কর্মীরা ও জনগনের মাটি আঁকড়ে লড়াই করার ফল এই নির্বাচনী ফলাফল তা তিনি জানেন এবং এর মর্যাদা তিনি রক্ষা করবেন।চিলি নতুন ইতিহাস গড়তে চলেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।