রাজ্য

বড় ধাক্কা রাজ্যের ….ডি এ দিতে হবে রাজ্য সরকারি কর্মিদের …জানিয়ে দিল আদালত


মীরা দাস: চিন্তন নিউজ: ৮ই জুলাই:- রাজ্যের বড় ধাক্কা ডিএ মামলায় রাজ্যের রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলো। আদালতের নির্দেশ রাজ্য সরকারি কর্মিদের দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতা। কয়েক মাস আগেই ডিএ দেবার নির্দেশ দিয়েছিল স্যাট, কিন্তু তা সত্বেও রাজ্য সরকারের তরফে কোন উদ্যোগ নেওয়া হয় নি। স্যাট তাদের নির্দেশিকায় বলেছিল মূল্য সূচক মেনে রাজ্য সরকারি কর্মচারী ডি এ দেওয়ার প্রক্রিয়া তিন মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল, কিন্তু তিন মাস কেটে গেলেও আশার আলো দেখেনি রাজ্য সরকারি কর্মচারী রা, এবং তাদের দাবি স্যাটের নির্দেশ অমান্য করে আদালত অবমাননা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার এই মামলায় একটি রিভিউ পিটিশন দাখিল করেছিল। বুধবার হাইকোর্টে এই মামলার শুনানি ছিল।
রাজ্য সরকারের দাবি ছিল এই মামলায় যে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যেন পুরো বিষয়টা বিচার করা হয়। কিন্তু হাইকোর্ট সে কথা মানতে না রাজ। করোনা পরিস্থিতি র মধ্যেই রাজ্য সরকারি কর্মিদের প্রাপ্য দেওয়ার কথা জানিয়ে দিল আদালত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।