রণদীপ মিত্র: চিন্তন নিউজ:০৩/০৮/২০২২:– আজ সকালেই শান্তিনিকেতনে এসে পড়েছেন ইডি -র তদন্তকারীরা। জানা গেছে, ভোরবেলায় কলকাতা থেকে বেরিয়ে তারা এসে পৌঁছেছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের রতনকুঠিতে তারা একপ্রস্থ বৈঠক করে ছয়টি দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এসএসসি দূর্নীতি মামলায় পার্থ অর্পিতা গ্রেপ্তার হওয়ার সাথেই ইডি তদন্তের আতস কাঁচে এসেছে বোলপুর-শান্তিনিকেতন। কারন এখানেই বিপুল সম্পত্তি, জমি, জায়গা, ফ্ল্যাট, বাংলোর হদিশ মিলেছে পার্থ-অর্পিতার। সেই সম্পত্তিস্থল পরিদর্শন ও সম্পত্তি পরিমান সম্পর্কিত তথ্য সংগ্রহের পাশাপাশি সিউড়ির এক ব্যবসায়ী যিনি পাথর বলয়ে তোলাবাজিতে যুক্ত তার খোঁজ করতে তৎপর হয়েছে বলে জানা গেছে! অনুব্রত ঘনিষ্ট টুলু মন্ডলের বাড়িতে ইডি, এই ব্যবসায়ী বালি, পাথরের তোলাবাজি করেন।
Related Articles
১২ বছরেও সেতুর কাজ অসম্পূর্ণ । মুর্শিদাবাদের সুতি ব্লকের সমস্যাক্লিষ্ট মানুষের ক্ষোভ ।
শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ ,৯ই মার্চ:– মুর্শিদাবাদের সুতি ব্লকের বিস্তীর্ণ এলাকার মধ্য দিয়ে বয়ে চলেছে পাগলা নদী। বর্ষায় সে নদী জলে ভরে যায়। এলাকার মানুষেরা পড়ে ঘোর সমস্যায়। এ সমস্ত বিবেচনা করেই জঙ্গীপুরের তৎকালীন সাংসদ প্রণব মুখোপাধ্যায় ২০০৮ সালে সুতি ব্লকের নাজিরপুর থেকে পারাইপুরের মধ্যে ৪টি সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। শিলান্যাস ও হয়ে যায়। […]
“মানুষের জন্য বিজ্ঞান,জীবনের জন্য বিজ্ঞান”
স্বাতী শীল: চিন্তন নিউজ:২৩শে এপ্রিল:- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,ব্যান্ডেল মগরা বিজ্ঞানকেন্দ্র এই কঠিন সময়ে কাজ করে চলেছে “মানুষের জন্য বিজ্ঞান,জীবনের জন্য বিজ্ঞান”এই ব্রত নিয়ে। অদ্ভুত এক সময়ের সামনে এসে দাঁড়িয়েছে মানবসভ্যতা। এক ক্ষুদ্র প্রায় অদৃশ্য অনুজীব সমস্ত পৃথিবীকে তথা মানব সভ্যতাকে আজ প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। মানুষের অন্ধবিশ্বাসের মূলে কুঠারাঘাত করে আজ বিজ্ঞানের জয়ধ্বজা সগর্বে […]
আন্তর্জাতিক নারী দিবসে দুইশত বছর পরেও বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক।
রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৮ই মার্চ:–আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম বার্ষিকী উদযাপন কমিটি , বীরভূম জেলার উদ্যোগে বোলপুরের কিশলয় স্কুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০২জন প্রতিযোগিকে নিয়ে ছবি আঁকা , পাঠ , গল্প বলা , আবৃত্তি , কুইজ , তাৎক্ষণিক , স্বরচিত কবিতা , প্রবন্ধ , আদিবাসীদের আলপনা ও অলচিকি হরফে স্বরচিত কবিতা সহ মোট ১৪টি বিষয়ে […]