রাজ্য

আজ শান্তিনিকেতনে ইডি’র তদন্তকারীদল


রণদীপ মিত্র: চিন্তন নিউজ:০৩/০৮/২০২২:– আজ সকালেই শান্তিনিকেতনে এসে পড়েছেন ইডি -র তদন্তকারীরা। জানা গেছে, ভোরবেলায় কলকাতা থেকে বেরিয়ে তারা এসে পৌঁছেছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের রতনকুঠিতে তারা একপ্রস্থ বৈঠক করে ছয়টি দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এসএসসি দূর্নীতি মামলায় পার্থ অর্পিতা গ্রেপ্তার হওয়ার সাথেই ইডি তদন্তের আতস কাঁচে এসেছে বোলপুর-শান্তিনিকেতন। কারন এখানেই বিপুল সম্পত্তি, জমি, জায়গা, ফ্ল্যাট, বাংলোর হদিশ মিলেছে পার্থ-অর্পিতার। সেই সম্পত্তিস্থল পরিদর্শন ও সম্পত্তি পরিমান সম্পর্কিত তথ্য সংগ্রহের পাশাপাশি সিউড়ির এক ব্যবসায়ী যিনি পাথর বলয়ে তোলাবাজিতে যুক্ত তার খোঁজ করতে তৎপর হয়েছে বলে জানা গেছে! অনুব্রত ঘনিষ্ট টুলু মন্ডলের বাড়িতে ইডি, এই ব্যবসায়ী বালি, পাথরের তোলাবাজি করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।