জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ-চৈতালি নন্দীঃ- হুগলী জেলার জিটি রোড ধরে পান্ডুয়া যাওয়ার পথে রাস্তা ধরে পর পর মরা শিরীষ গাছের সারি….দেখে বোঝাই যায় এই গাছগুলো ওষুধ প্রয়োগ করে নির্মমভাবে মারা হয়েছে… এরপর লাভের গুড় পিঁপড়েতে চেটে খেয়েছে।যাদের এগুলোর উপর নজরদারি করার কথা তারাই ভক্ষক।সবক্ষেত্রেই যা এরাজ‍্যের রীতি হয়ে দাঁড়িয়েছে….. সাধারণ মানুষ তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন।

সোমনাথ ঘোষঃ-রেগায় ২০০ দিন কাজ ও ৬০০ টাকা মজুরির দাবিতে চন্ডীতলা ১ এলাকার মসাটে মিছিলে আমরা ।
উপস্থিত ছিলেন কমরেড আশীষ চ্যাটার্জি কমরেড স্বপন বটব্যাল কমরেড রঘুনাথ ঘোষ কমরেড সোমনাথ ঘোষ কমরেড অশোক নিয়োগী ও কমরেড সঞ্জয় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ।

জয়দেব ঘোষঃ-আজ প্রয়াত কমরেড গোপাল হাঁসদা কে পতাকা দিয়ে শ্রদ্ধা জানান কমরেড সৌরেন বসু ও সুশান্ত চক্রবর্তী, মরদেহে মাল‍্যদান করেন কমরেড শ‍্যামল ঘোষাল, সৌরেন বসু,সুশান্ত চক্রবর্তী, রজ্ঞিত হাঁসদা, মৃত‍্যুজ্ঞয় বাউলদাস, সুধীর বাউল দাস,সমীরণ ঘোষ, কৃষ্ণাশিষ মিত্র,ইদ্রিস আলী, অজয় মুখার্জি, গৌড় কেওড়া,ও গ্ৰাম বাসি বৃন্দ।শেষে শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।

সুপর্না রায়ঃ-কেওটা কলোনী প্রাথমিক বিদ্যালয়ে , পালিত হলো বিজ্ঞানী রসায়নবিদ ,দার্শনিক ,প্রবন্ধকার ,কবি ও স্বদেশ প্রেমী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২ তম জন্মদিন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।