চৈতালী নন্দী: নিউজ ডেস্ক:৬ই আগস্ট:—নিজেদের বোজানো অজস্র জলাভূমি রক্ষায় এখন লোক দেখানো সেল গড়ছে রাজ্য সরকার।।
বিগত আট বছরে তৃনমূল পৌর বোর্ডের মদতে যথেচ্ছ ভাবে বোজানো হয়েছে কলকাতা সহ বিভিন্ন শহরতলীর অজস্র জলাশয় ,পুকুর ডোবা ,ঝিল।সেই সব জলাভূমি ভরাট করে হয় বিক্রি করে দেওয়া হয়েছে বিরাট অঙ্কের মূল্যে ,না হয় সেখানে চলেছে অবাধে প্রমোটারির ব্যবসা সম্পূর্ণ তৃনমূলী মদতে। মহানগর জুড়ে অবাধে এই জলাশয়ে বোজানোর জাল ছড়িয়ে আছে অনেক গভীরে।এখন কর্পোরেশন ভোটের প্রাক্কালে এখন টনক নড়েছে সরকারের।নিজেদের মুখরক্ষার জন্যে তৈরী হচ্ছে বিশেষ সেল!পরিবেশ কর্মীদের মতে নিজেদের পিঠ বাঁচাতে ও ভাবমূর্তি উদ্ধার করতে গড়া হচ্ছে ঐ সেল।
এই সেল গড়ার উদ্দেশ্য হচ্ছে জলাশয় ভরাট আটকানো,পরিদর্শন করা ও পরিষ্কার করা।জমি হাঙ্গর দের হাত থেকে জলাভূমি বাঁচানো এখন একটা বড় সমস্যা।কলকাতা কর্পোরেশনের 39 নং নির্দেশিকার এই কথাই স্পষ্ট ভাবে বলা আছে।কোনো জায়গা থেকে জলা ভরাটের অভিযোগ পেলেই এই সেল তার কাজ শুরু করবে।মুল কাজ ভরাট আটকানো ও তা সংস্কার করা।এই সেল কাজগুলো করে রিপোর্ট দেবে বিশেষ কমিশনার এর কাছে।
পরিবেশ আন্দোলনের কর্মী নব দত্ত জানিয়েছেন যে ২০০৫সালে কলকাতা শহরে ৭২০০ টি জলাশয় ২০১৭সালে কমে দাঁড়িয়েছে ৩৯০০ টি।এর মধ্যে আছে বহু হেরিটেজ জলাশয় ও।প্রায় প্রতিটি ঘটনা তেই যুক্ত শাসক দলের লোকজন।থানা ও কর্পোরেশন এ জানানো সত্বেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি।দলীয় নেতা রা বিভিন্ন অজুহাতে নিজেদের গা বাঁচাচ্ছেন।পরিস্থিতি এতটাই সঙ্কট জনক হয়ে উঠেছে যে এই কাজের জন্যে একটি বিশেষ কমিটির উপর আবার একটা সেল গড়তে হচ্ছে।