বিদেশ

বর্ণবাদ বিরোধী আন্দোলন পরবর্তীতে আমেরিকা যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাদের পদত্যাগ,


গোপা মুখার্জি: চিন্তন নিউজ:১৮ই জুন:- আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক নৃশংস খুনের প্রতিবাদে সারা বিশ্ব জুড়ে হয় বর্ণবাদ বিরোধী আন্দোলন। আর এই আন্দোলনের জেরেই যুক্তরাষ্ট্রের পুলিশি ব্যবস্থায় হ’তে চলেছে রদবদল। সম্প্রতি পুলিশ বিভাগে সংস্কার সংক্রান্ত আদেশে সই করতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় নেতারা। সংবাদ সূত্রে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জনগণের ক্ষোভের মুখে পড়ছে মার্কিন পুলিশ। বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন অনেক পুলিশ আধিকারিক । মিনিয়াপোলিস শহরের মুখপাত্র ক্যাসপার হিল জানিয়েছেন, গত পঁচিশে মে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আরও ছয় জনের পদত্যাগ প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান ।
এ প্রসঙ্গে অবশ্য মিনিয়াপোলিস পুলিশ বিভাগের মুখপাত্র জন এল্ডার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কিছু পুলিশের পদত্যাগ এমন কিছু সমস্যার কারণ নয়। মানুষ বিভিন্ন কারণে চাকরি ছাড়ে , মিনিয়াপোলিস পুলিশ ডিপারমেন্ট তার বাইরে নয়।

এদিকে দুই পুলিশ কর্তাকে বরখাস্ত করার প্রতিবাদে নিউইয়র্ক এর বাফেলো শহর পুলিশের প্রায় ৬০ জন কর্মকর্তা পদত্যাগ করেন ।দক্ষিণ ফ্লোরিডা শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চাকরি ছেড়েছেন সোয়াট ইউনিটের ১০ জন কর্মকর্তা ।

আবার গত শুক্রবার আটলান্টায় রেশার্ড ব্রুকস্ নামে এক কৃষ্ণাঙ্গ যুবক পুলিশের গুলিতে নিহত হ’লে বিক্ষোভ শুরু হয়। ঘটনার জেরে পুলিশ প্রধান সহ আরও আট জন পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেন ।বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনের ফল নয় তো?? এরকম প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।