রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৮ই জুন:- আজ রামপুরহাট পাঁচমাথা মোড়ে এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে লাদাখ সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষায় বীরের মৃত্যু বরণ করে শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
রামপুরহাট এর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং, এসএফআই এর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তুষার মন্ডল,সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা কেনিজ রবিউল ফতেমা তথা রামপুরহাট এলাকার গণআন্দোলনের নেতৃত্ব ও সাধারণ মানুষ।
একইভাবে আজ বোলপুরেও এসএফআই – ডিওয়াইএফআই এর উদ্যোগে আজ গলওয়ালে শত্রু পক্ষের হাতে শহীদ হওয়া জওয়ানদের উদ্দেশ্যে ছাত্র-যুব ও সাধারণ মানুষ বীর জওয়ান দের শ্রদ্ধা জানালেন।
রাজনগরেও গলওয়ালের শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা।। গোটা জেলা জুড়েই এই শোক জ্ঞাপন তথা শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে সংহতি জানালেন মহিলা সমিতির সদস্যারা।।