রাজ্য

আবার আলু মহার্ঘ হ’ল।


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:৬ই নভেম্বর:–আবার আলু মহার্ঘ হ’ল।দিনে দিনে বেড়েই চলছে আলুর দাম, প্রতিদিন হিমঘর থেকে আড়তে আসা আলুর বস্তা পিছু ৫০/১০০টাকা করে বেড়েই চলেছে।সিঙ্গুর, রতনপুর এলাকায় চন্দ্রমুখী আলুর দাম বস্তা প্রতি ৯৫০টাকা। জ্যোতি আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে বস্তা প্রতি ৮৫০ টাকা।এই হারে আলুর দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।

ব্যবসায়ীদের মতে হিমঘরে মজুত থাকা আলুর পরিমাণ সাড়ে ষোলো লক্ষ টন। তাও কেন বাড়ছে আলুর দাম??এই প্রশ্নের উত্তরে চাষী ও ব্যবসায়ীদের মত বাঁকুড়া, মেদিনীপুরের মত জেলা থেকে প্রচুর পরিমানে আলু রপ্তানি করার কারণে এক শ্রেণীর ব্যবসায়ী আলুর দাম বাড়িয়ে মুনাফা লুঠছে। সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এছাড়াও এক শ্রেণীর চাষী পরবর্তী মরশুমের জন্য বীজ হিসেবে আলু সংরক্ষিত করে রাখায় বাজারে আলুর জোগান কমে যাচ্ছে।

বাঙালির ডাল,ভাতের সঙ্গে আলুও অপরিহার্য। সেই দৈনন্দিন খাবারে টান পড়ছে। উৎসবের মরশুমে আলুর দাম উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মধ্যবিত্ত মানুষের খুব অসুবিধা। এমতাবস্থায় সরকার এমন নির্বিকার কেন??বিশেষ শ্রেণীর সুবিধার্থে কি ??প্রশ্ন চাষী,ব্যবসায়ী সকলের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।