রাজ্য

মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, তবুও অনিয়ম তৃতীয় দফার ভোটে


তুলসী সিনহা, চিন্তন নিউজ, ২৩ এপ্রিল: তৃতীয় দফায় ভোট হচ্ছে বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে। এই তৃতীয় দফার ভোটে ৩৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। মোটের ওপর ৯২% বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রের জন্য ৯৯% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
মালদা দক্ষিণে কালিয়াচকে কংগ্রেসের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে হেলমেট পরা দুস্কৃতি বাহিনী। অভিযোগের তীর তৃণমূলের দিকে। মালদা উত্তরের একটি বুথে ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ স্থগিত।
মালদহের রতুয়া বিধানসভার বাহারাল বুথের প্রিসাইডিং অফিসারকে সরানো হল। এই বুথে ভোট শুরু থেকে অনিয়ম ধরা পড়েছে। বুথ জ্যাম করা হলেও নিরাপত্তা রক্ষীদের সক্রিয়তা দেখা যায়নি। বুথের ভিতরে সুস্থ ভোটারদের হয়ে ভোট দিচ্ছে অন্য ব্যক্তি। প্রিসাইডিং অফিসারের কাছে এই ব্যাপারে কোন সদুত্তর পাওয়া যায় নি।
অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর পোলিং এজেন্টকে বুথের ৩০ মিটার দূর থেকে মেরে তাড়িয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীবাহিনী এবং এজেন্ট নিয়োগের কাগজ কেড়ে নেয়।পোলিং এজেন্ট পুনরায় পোলিং এজেন্ট নিয়োগের কাগজ সংগ্রহ করে বুথে প্রবেশ করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।