শাশ্বতী ঘোষাল: চিন্তন নিউজ:৬ই নভেম্বর’:– এতদিন বহু বাংলাভাষী মানুষ বেঙ্গালুরুর বহুতল আ্যাপার্টমেন্ট গুলিতে বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন। কিন্তু এখন আর বাংলাভাষী মানুষকে সেখানে কাজের জন্য রাখা হবে না। বাংলায় কথা বললে আর কাজ পাওয়া যাবে না। কোনো সরকারী নির্দেশ নামা ছাড়াই এই সিদ্ধান্ত বহাল হয়েছে গত সোমবার (3.11.)থেকে।
বেঙ্গালুরুর কাসুবিসানাহাল্লি, করমঙ্গলা, এইচ্ আর লেআউট, সোমসুন্দর পানাথুর মত বহুতল কমপ্লেক্সের বাংলাভাষী কর্মী,মজুরদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ঐ বহুতল কমপ্লেক্সের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন যে মূলত বাংলাদেশিদের আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেঙ্গালুরু র বাংলাভাষী কর্মীদের বেশির ভাগই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অথবা বাংলাদেশের বাসিন্দা। তাই বেঙ্গালুরু র সমস্ত কমপ্লেক্সে কাজ বন্ধ হলে সমস্যায় পড়বেন বাঙালিরা।
বেঙ্গালুরুর বেশির ভাগ কমপ্লেক্স চত্বরেই বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন বাংলাভাষী মানুষেরা। রান্নার কাজ, গাড়ি চালক, পরিচারিকা, শিশু কিংবা বৃদ্ধ বৃদ্ধা দের দেখাশোনার কাজ করেন তারা। এদের সংখ্যা ২০ থেকে ২৫ হাজার।গত সোমবার থেকে সরকারী ঘোষণা ছাড়াই এদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরু পুলিস বারবার কমপ্লেক্সগুলির নিরাপত্তা রক্ষীদের কাছে খবর নিয়ে যাচ্ছে। চলছে পুলিসের টহলদারীও।
গত ২৬শে অক্টোবর ৬০ জন বাংলাদেশের মানুষকে পুলিস গ্রেফতার করে তাদের বৈধ কাগজপত্র নেই তাই। তারপর থেকেই এই পরিস্থিতি র সৃষ্টি হয়েছে বলে “ডেকান হেরল্ড” নামে একটি দৈনিক পত্রিকা জানিয়েছে। দৈনিকটি আরো জানিয়েছে যে কমপ্লেক্সের আ্যসোসিয়েসন কর্তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের ই-মেলের ওপর নজর রেখে তারা জানতে পেরেছে আগামী দু তিনদিনের মধ্যে এই নিয়ম পুরোপুরি চালু হয়ে যাবে। ফলে সমস্যায় পড়বেন এক বিপুল সংখ্যক বাংলাভাষী মানুষ, যাদের রুটিরুজি বন্ধ হয়ে যাবে।