দেশ

দিল্লিকে দ্বিতীয় গুজরাট বানানোর চক্রান্ত।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২৪শে ফেব্রুয়ারি:–আজ দিল্লিতে সিএএ বিরোধীদের শান্তিপূর্ণ অবস্থানে সিএএ সমর্থনকারীদের হামলা। এই ঘটনা বিজেপি-আরএসএস-এর দাঙ্গা লাগানোর ঘৃণ্য চক্রান্ত বলেই মনে করছেন এলাকার জনসাধারণ। জঘন্য প্ররোচনা ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হ’ল। সিএএ বিরোধী আন্দোলনকারীদের ওপর ন্যক্কারজনক আক্রমণ করা হ’ল।।

এমতাবস্থায় উল্লেখযোগ্যভাবে দিল্লি পুলিশ থাকলো নীরব দর্শক। শান্তিপূর্ণ অবস্থানকারীদের অস্থায়ী তাঁবু লক্ষ্য ক’রে ছোঁড়া হ’ল যথেচ্ছ পেট্রোল বোমা। পুলিশের সামনেই উদ্যত রিভলভার হাতে চললো তান্ডব। ব্যারিকেড ভেঙ্গে টেনে এনে মেরে রক্তাক্ত করা হ’ল সিএএ বিরোধীদের।

স্বভাবতই পরে দু’ পক্ষই জড়িয়ে পড়ে সংঘর্ষে। এই সংঘর্ষকে কেন্দ্র ক’রে ইতিমধ্যেই চরম মিথ্যাচারের আশ্রয় নিয়ে জঘন্য সাম্প্রদায়িক প্ররোচনা ছড়াতে শুরু করেছে। সাম্প্রদায়িক প্ররোচনায় পরিস্থিতি আর‌ও উদ্বেগজনক হয়ে উঠবে বলে আশঙ্কা। দিল্লিকে দ্বিতীয় গুজরাট বানানোর চেষ্টা চলছে না তো?? প্রশ্ন উঠছে মানুষের মনে। গণতন্ত্র প্রিয় মানুষ জোটবদ্ধ হয়ে এই প্রবণতার বিরুদ্ধে লড়াই করবেন,শুভবুদ্ধসম্পন্ন মানুষের অবশ্যই চেতনা জাগ্রত হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।