রাজ্য

রাজ্যবাসী আর প্রশাসন তথা স্বাস্থ্য মন্ত্রীর উপরই ভরসা রাখতে পারছেন না


সুপর্ণা রায়:চিন্তন নিউজ:১লা জুন:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়াতে কোয়ারান্টিন সেন্টার করতে বাঁধা বাসিন্দাদের রাজ্যবাসী আর প্রশাসন তথা স্বাস্থ্য মন্ত্রীর উপরই ভরসা রাখতে পারছেন না। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অন্তত ৮ থেকে ১০ জন মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত।। এর মধ্যে প্রাক্তন মন্ত্রীও আছেন। এদিকে ডাক্তার থেকে বিশেষজ্ঞ মহলের স্পষ্ট বক্তব্য যেহেতু করোনা ভাইরাস ঠেকাতে কোন ওষুধ এখন জানা যায়নি তাই টেষ্টের উপরই ভরসা করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব টেষ্টের ফলাফল প্রকাশ করতে হবে। খবরে প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় স্বাস্থ্য ভবনের গাড়ী যায় বাসিন্দাদের লালারস সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।। এমন মারণ রোগ এই ভাইরাস কিন্তু আজ দুদিন হয়ে গেল সেই পরীক্ষার রিপোর্ট আসেনি।। এই নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে।। তাঁরা জানিয়েছেন যে তাঁরা অসহায় এবং ভয়ানক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।। তাঁরা উপায়ান্তর না পেয়ে থানায় জানিয়েছেন কিন্তু অদ্ভুত ভাবে থানা থেকে তাঁদের জানানো হয়েছে খোদ স্বাস্থ্য ভবন এই রিপোর্ট প্রকাশ করবে।।।

আগে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আটজনের করোনা সংক্রমণ হয়েছিল পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়া লাগোয়া ৭১ নম্বর ওয়ার্ডে আর ও আট জন করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন।। হরিশ চ্যাটার্জি স্ট্রিট লাগোয়া বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা নিজেদের উদ্যোগে নিজেরাই হসপিটালে গিয়ে করোনা টেস্ট করিয়েছেন এবং তাঁরা জানিয়েছেন যে ওই অঞ্চলের অনেক মানুষই জ্বর ,সর্দি কাশিতে ভুগছেন।। কিন্তু মুখ্যমন্ত্রীর পাড়া ছাড়া আর কোথাও স্বাস্থ্য ভবনের গাড়ী যায় নি বা টেস্ট এর ও ব্যবস্থা করা হয় নি।। এদিকে ওই পাড়া তে আরও এক নতুন সমস্যার উদ্ভব হয়েছে।। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় কোয়ারান্টাইন সেন্টার করা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে।। নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে সরকারের কাজের পজিটিভ খবর করতে হবে এবং কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা নিয়ে কোন বিতর্কের খবর প্রকাশ করা যাবে না।। কিন্তু মুখ্যমন্ত্রীর নিজের পাড়াতে সেন্টার তৈরি করে উঠতে পারলেন না। স্বভাব অনুযায়ী তৃনমুলের নেতৃত্ব মানতে নারাজ যে বাসিন্দাদের বাঁধার ফলেই সেন্টার করা যায় নি।। এই ঘটনায় সাংসদ অভিষেক ব্যানার্জির নীরবতা নিয়ে যথেষ্ট প্রশ্ন মানুষের মনে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।