দেশ রাজনৈতিক

মণিপুরের রাজনৈতিক পটপরিবর্তন এর নতুন দিশা


স্বাতী শীল: চিন্তন নিউজ:১৯শে জুন:-“এমন অনেক দশক আছে যখন কিছুই ঘটেনি,আবার এমন অনেক সপ্তাহ আছে যখন অনেক ঘটনা ঘটেছে” ভ্লাদিমির লেনিনের এই বিখ্যাত উক্তির সত্যতা প্রমাণ হতে চলেছে আরও একবার মনিপুরে। যেখানে বিজেপির বীরেন সিংহ পরিচালিত সরকার থেকে ন’জন এমএলএ রাতারাতি তাঁদের সমর্থন তুলে নিলেন। যার ফলে বর্তমানে মণিপুরে বিজেপি শাসিত সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখাটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

২০১৭ সালে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপি তার সরকার প্রতিষ্ঠা করে। যদিও সেই সময় কংগ্রেস নিজেকে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিল তা সত্ত্বেও বিজেপি সেইসময়ে সরকার গঠন করে। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিজেপির অন্যতম সঙ্গী ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি বর্তমানে কংগ্রেসের সমর্থনে এসে দাঁড়িয়েছে। তৈরি হয়েছে একটি নতুন জোট,যা সেকুলার প্রগ্রেসিভ ফ্রন্ট বা এস পি এফ নামে পরিচিত। যেখানে একজন তৃণমূল কংগ্রেস এবং একজন নির্দল এম এল এরও সমর্থন রয়েছে। নিঃসন্দেহে এই জোট নিয়ে আশাবাদী কংগ্রেস।গত ১৭ই জুন এসপিএফ প্রধান ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (কংগ্রেসের)ওক্রাম ইবোবী সিং,রাজ্যপালের কাছে বিধানসভার একটি বিশেষ অধিবেশন এর জন্য অনুরোধ জানিয়েছেন।এই অধিবেশনের মধ্য দিয়ে কংগ্রেস যে তার ক্ষমতায়নের ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে এ কথা বলাই বাহুল্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।