রুদ্র চক্রবর্তী:-চিন্তন নিউজ:-১৪ই আগস্ট :- স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার শ্রীনগর শহরের উপকণ্ঠে নওগাঁয় জঙ্গিরা একটি পুলিশ দলের উপর হামলা করলে দুইজন পুলিশ নিহত ও একজন আহত হয়েছে। আহত পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।জম্মু-কাশ্মীরে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে “নওগাঁ বাইপাস এর সামনে টহলরত অবস্থায় থাকা পুলিশ কর্মীদের উপর এই আক্রমণ চালায় উগ্রপন্থীরা।”ওই এলাকায় সি আর পি এফ জওয়ান দিয়ে তল্লাশি চালানো হয় । শহীদ দুই পুলিশকর্মীর পরিবারের উপর শোকের ছায়া নেমে আসে ।এখনও পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
Related Articles
নিয়ন্ত্রণহীন বিদ্যুৎ উৎপাদনই দায়ী হলো তামিলনাড়ুর বয়লার বিস্ফোরণে,
কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ – তামিলনাড়ুর কুড্ডালোর জেলার ন্যায়ভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটের দুই নম্বর প্লান্টের বয়লার ফেটে ঘটলো ভয়াবহ দুর্ঘটনাএই ঘটনায় হত ৬, আহত ১৭ জন। এর আগেও গত ৭ই মে তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার ফেটে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছিলেন। কেন্দ্র সরকারের মালিকানাধীন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি চেন্নাই থেকে ১৮০ […]
বামপন্থীরা ঘুমায় না….জেগে থাকে।
সৌমেন বাগ:-লক ডাউনের ফলে যখন দিশেহারা সাধারণ মানুষ….এবং উচ্চবিত্তরা সন্তর্পণে. তখন বামেরা রাস্তায় ক্ষমতার শীর্ষে থাকা মানুষগুলো যাঁদের পাশে থাকার কথা ছিলো তারা আজ গা বাঁচিয়ে.আছে.ঠিক তখনই এক অন্যন্য নজির গড়লেন অবসরপ্রাপ্ত শিক্ষক-নেতৃত্ব।পি রাজা রাও হ্যাঁ, জন্মসূত্রে তেলুগুভাষী। কিন্তু,ছোটবেলা থেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) এর সদস্য। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। […]
“কৃষকদের দাবি না মানা হলে রাজনীতি ছেড়ে দেবো” – ভোটের ফলে চাপের মুখে বললেন খাট্টার,
পাপিয়া মজুমদার:চিন্তন নিউজ:৩রা জানুয়ারি২০২১:- কৃষকদের ফসলের নূন্যতম মূল্য (এম এস পি) না মিললে রাজনীতি থেকে সরে আসবেন বলে মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। অন্যদিকে হরিয়ানার বিজেপির অন্যতম নেতা দুষ্মন্ত চৌটালা ও হরিয়ানা পুর ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এম এস পি নিশ্চিত করতে সচেষ্ট ও সক্রিয় ভুমিকা নেবেন। যদি তা করতে অসমর্থ হোন, তবে […]