দেশ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতি রোধে নয়া ব্যবস্থা চালু।


সুপর্ণা রায়; চিন্তন নিউজ;২১শে জানুয়ারি: প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাড়ছে জালিয়াতির ঘটনাও।মানুষের এই ব্যস্ততার জীবনে এ টি এম একটি মুক্ত বাতাস। ব্যাঙ্কের লাইনে না দাঁড়িয়ে শুধু মাত্র কার্ড ব্যবহার করে দিন-রাত সব সময় হাতে টাকা পাওয়া যায়, কিন্তু সেখানেও দুস্কৃতিকারীদের উপদ্রব ।প্রায়ই শোনা যায় গ্রাহক টাকা তোলেন নি অথচ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়ে যাচ্ছে।এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক কতৃপক্ষ জানিয়েছেন যে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে নন ই এম ভি এটিএম গুলো আর কাজ করবে না অর্থাৎ এই ধরনের এটিএম থেকে গ্রাহকরা আর টাকা তুলতে পারবেন না।

বর্তমান সময়ে বেশীরভাগ এটিএম ইএমভি যুক্ত কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অনেক এটিএম আছে যেগুলো ইএমভি যুক্ত নয় ফলে জালিয়াতির কবলে পড়ছেন গ্রাহকরা।সেই জালিয়াতি রোধের জন্য এবং হয়রানির হাত থেকে বাঁচতে এই এটিএম গুলো বন্ধ করে দেয়া হচ্ছে।।এই সময় অনেক এটিএম ইএমভি যুক্ত। টাকা তোলার সময় কার্ড মেশিনে আটকে থাকে । কিন্তু পি এন বি বেশীরভাগ এটিএম গুলো ইএমভি যুক্ত নয়।। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে যে মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ভয় থেকেও তাঁদের পিএনবি’র আ্যকাউন্টও ওই ব্যাঙ্কের কার্ড জালিয়াতির বিষয়ে বেশি আতঙ্কিত।।মার্কিন সংস্থা এসসিআই ১০০০ জনের উপর একটা সমীক্ষা চালিয়েছে এবং তাতে দেখা গেছে প্রতি ৩ জনের মধ্যে এক জন কার্ড জালিয়াতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।। আবার অন্যদিকে পাঁচ জনের মধ্যে একজন কার্ড চুরি হয়ে যাওয়া এবং তাঁর আ্যকাউন্ট জালিয়াতির কথা বলেছেন।সব দিক খতিয়ে দেখার পর পিএনবি তাদের অধিকাংশ এটিএম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যা আগামী ১লা ফেব্রুয়ারি ২০২১ থেকে কার্যকর করা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।