চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :২১ জানুয়ারি: – সারা জেলা জুড়ে চলছে গণ অর্থ সংগ্রহ, কেতুগ্রাম, ভাতার, মেমারি বর্ধমান শহর সর্বত্র। এরই মধ্যে বর্ধমান শহর এরিয়া কমিটি অসংখ্য সাধারণ মানুষকে সংগে নিয়ে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক সংহতি জাঠা সংগঠিত করে। মিছিল সমস্ত ৬ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে। পথ পরিক্রমার সামনের সাড়িতে উপস্থিত ছিলেন তাপস সরকার ( জেলার সম্পাদক মন্ডলীর সদস্য), অপূর্ব চ্যাটার্জি, ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন অপূর্ব চ্যাটার্জি।
কালনায় শ্রমিক মেলা শুরু হলো আজ। কালনা ও পূর্বস্হলী এরিয়া কমিটির সি আই টি ইউর পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে জানতে চাওয়া হয়েছে সমস্ত কল্যাণ মুলক প্রকল্প বন্ধ করে দিয়ে কাদের জন্য এই মেলা। মেলার উদ্বোধন পর বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্মারক লিপি দেওয়ার জন্য মেলায় কোন সরকারি আধিকারিক খুজে পাওয়া যায়নি।
বর্ধমান শহরের বিজেপির প্রধান কার্যালয়ের ওপর আজ ব্যাপক ভাঙ্গচুর চলে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দের জেরে। ভোটের আগেই এ ধরনের কার্যকলাপ শহরবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।