জেলা

এবিটিএ বাঁকুড়া জেলা শাখার ডেপুটেশন কর্মসূচি



চিন্তন নিউজ: নিউজ ডেস্ক:২১শে জানুয়ারি:– নিখিলবঙ্গ শিক্ষক সমিতি,বাঁকুড়া জেলা শাখা
আজ ডেপুটেশন দিল বাঁকুড়া জেলা বিদ‍্যালয়
পরিদর্শক মহোদয় ও এডিএ-মহোদয়ের কাছে।নিম্নলিখিত দাবিগুলো নিয়ে।

দাবিগুলির কয়েকটি

১. আবেদন না করলে শিক্ষকদের ট্রান্সফার নয়। প্রশাসনিক কারণ দিয়ে বদলি চলবে না আদেশ প্রত্যাহার কর।
২. জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্টদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মান্যতা দিয়ে পঠন পাঠন।
৩. হায়ার সেকেন্ডার পরীক্ষার প্রশ্নের নম্বর বিভাজন অবিলম্বে প্রকাশ করতে হবে।
৪. সমস্ত শূন্য পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ কর।
৫. ভোটকর্মী শিক্ষক কর্মচারীদের নিরাপত্তার গ্যারেন্টি দিতে হবে।
৬. অবসরগ্রহণের পরই পেনশন প্রদান কর। পেনশন যাঁরা ইতিমধ্যেই পাচ্ছেন, তাঁদের বর্ধিত হারে অবিলম্বে চালু কর।
৭. গ্রাজুয়েটশিক্ষকদের Pay level-14
৮. নতুন হারে বেতনক্রম যাদের হয়নি অবিলম্বে সেই কাজ সম্পন্ন ও প্রাপ্য সমস্ত ধরনের এরিয়ার প্রদান কর।
৯. প্রধানশিক্ষক,শিক্ষাকর্মী,গ্রন্থগারিক সহ যে কোন রকমের আর্থিক বঞ্চনা দূর করতে হবে।
১০. ছাত্রছাত্রীদের ট‍্যাবের সাথে রিচার্জ প‍্যাক প্রদান।
১১. পার্শ্বশিক্ষক,এম এসকে, এসএসকে ভোকেশনাল,কম্পিউটার সহ সমস্ত শিক্ষকদের স্কেল সহ সম্মানজনক মাইনে সহ অন্যান্য দাবিতে

ডেপুটেশন এর আগে এবিটিএ বাঁকুড়া জেলা শাখার সদস্য শিক্ষক শিক্ষাকর্মীরা মিছিল করে পরিদর্শক মহ্যদয়ের করণে যান। একটি সভা হয়। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন । তিনি বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন জেলা শাখার সম্পাদক অস্মিতা দাশগুপ্ত, সহ সম্পাদক আশিস পান্ডে ও পরেশ মণ্ডল, অপর জেলা নেতৃত্ব প্রদীপ চ্যাটার্জি। সভাপতিত্ব করেন অতনু বন্দ্যোপাধ্যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।