জেলা

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মুর্শিদাবাদ জেলার কর্মসূচি


মিতা দত্ত:চিন্তন নিউজ:৪ঠা জুন:– বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মুর্শিদাবাদের সালার বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত দক্ষিনখন্ড বিজ্ঞান চক্রের উদ্যোগে জল সঙ্কট নিয়ে সচেতন করতে মিছিলের আয়োজন করা হয়। থিম হিসেবে জল সঙ্কট কে বেছে নেওয়ার কারণ, সালার ব্লকের জল আর্সেনিক মুক্ত হলেও জলস্তর জেলার অন্যান্য ব্লকের তুলনায় সবথেকে সংকটে (CGWB এর তথ্য অনুযায়ী)।

গতকালের কর্মসূচী পদযাত্রা দিয়ে শুরু হয়। মোট ৮৬ জন মিছিলে অংশ গ্রহণ করেন। যাদের মধ্যে বিজ্ঞান কেন্দ্রের নেতৃত্ব ছাড়া প্রায় সবটাই স্কুলের ছাত্র ছাত্রী। মিছিলে প্রত্যেক জনের হাতে পোস্টার ছিল এবং প্রত্যেকটা পোস্টার হাতের লেখা। পোস্টার এবং ছবিগুলো ছাত্র ছাত্রী এবং বিজ্ঞান কর্মীর বানানো। মিছিলের সঙ্গে মাইকে জল সম্পর্কে সচেততামূলক প্রচার চলতে থেকে। মিছিল গ্রামের অলি গলি দিয়ে চলার সময় মিছিল দেখতে গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন বাইরে। প্রায় ৫ কিলোমিটার পদযাত্রায় ২ স্থানে পথসভা করা হয়। এলাকার মানুষের উৎসাহ ছিল প্রবল।

মিছিল শেষে সালার বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আকাশ পর্যবেক্ষণ কর্মসূচী নেওয়া হয়।
বিজ্ঞান কর্মী সুকান্ত ঘোষের গলায় হাবু গান দ্বিতীয় কর্মসূচীর শুরুতে এক অন্য মাত্রা নিয়ে আসে। জল সঙ্কট নিয়ে হাবু গানটি বিজ্ঞান কর্মী সুকান্ত ঘোষের লেখা। মিছিল শেষে সমস্ত ছাত্র ছাত্রী উৎসাহের সঙ্গে টেলিস্কোপে আকাশ দেখে। তাদের উত্তেজনা ছিল চোখে পরার মত।
আজকের কর্মসূচীতে প্রথম থেকে উপস্থিত থেকে উৎসাহ জুগিয়েছেন জেলার অন্যতম সহ সম্পাদক ড. পঙ্কজ মন্ডল।

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলার সাংস্কৃতিক টিম আজ হাজির হয়েছিল সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতির বৈরগাছী ভবনে।সেখানে উপস্থিত কিশোরকিশোরীরা শান্তভাবে বসে আছে। সাথে রয়েছে সমিতির কর্মকর্তা যারা নিরন্তর ওদের বিকাশের জন্য নানাবিধ কাজ করে থাকেন।
কিশোরকিশোরীরা আগামী। তাই তাদের পরিবেশ রক্ষার কাজে অগ্রণী ভূমিকা পালন করার মনোভূমি তৈরী করা বিজ্ঞান মঞ্চের অন্যতম কাজ। এই কাজ করার চেষ্টা করা হলো গান, আলাপচারিতা ও নাটকের মাধ্যমে ।কিশোরদের মধ্যেও নেশা করার প্রবণতা আছে। তাই তামাক বিরোধী লিফলেট বিতরণ ও আলোচনা করা হলো। সবমিলিয়ে “মরুবিজয়ের কেতন “ওড়ানোর প্রচেষ্টা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।