বিজ্ঞান ও প্রযুক্তি

ব্যাপারটা ভাইরাস, আতঙ্কটা ভাইরাল (শেষ পর্ব)


শ্যামল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৩১শে মে:- দশ বছর আগে ০৫.০২.২০১০ তারিখে মাইকেল ফিউমেন্টো বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে “Why The WHO Faked A Pandemic” শিরোনামে প্রকাশিত এক রিপোর্টে WHO এর দ্বারা মিথ্যা মহামারী প্রচার করার সত্যতার ব্যাখ্যা দিয়েছেন। এই রিপোর্টে WHO এর একজন ডিরেক্টর ডক্টর আলরিচ কিয়েল এই মহামারীটিকে একটি ধান্দাবাজি বা ধান্দাবাজি বলে চিহ্নিত করেছেন। ভ্যাকসিনের বাজারে মহামারী একটা বিজ্ঞাপন। ভ্যাকসিন বা ওষুধের বাজার নিয়ন্ত্রনের ক্ষেত্রে WHO-এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই WHO-এর নিয়ন্ত্রনের ক্ষেত্রেও শক্তিধর দেশগুলির একটা ভূমিকা থাকে। ১০.০৪.২০২০ তারিখে ফক্স নিউজে প্রকাশিত খবর থেকে জানা যায় ২০১৯ সালে WHO’কে চীনের প্রদেয় অর্থের পরিমান যেখানে প্রায় ৮৬ মিলিয়ন ডলার সেখানে আমেরিকার প্রদেয় অর্থের পরিমান প্রায় ৮৯০ মিলিয়ন ডলার। চীনের থেকে দশগুণ বেশি। WHO সংস্থা আমাদের কাছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। আসলে মোটেও তা নয় কর্পোরেট হাউসগুলো এদের মাধ্যমে স্বীকৃতি আদায় করে ওষুধের বাজার করে।

সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশ’ সিনেমায় আমরা মগজ ধোলাইয়ের ব্যাপারটা দেখেছি। উদার অর্থনীতি আমাদের মগজের নিয়ন্ত্রক হয়ে দাঁড়াচ্ছে। এক অস্বাভাবিকতার মধ্যে স্বাভাবিকতা পাওয়ার চেষ্টা করে চলেছি। এইখান থেকে যদি চিন্তা করুন মানুষ নিজেই ভ্যাকসিন চাইছে। ব্যাপারটা একটু খোলসা করা যাক।
আমেরিকার বিখ্যাত গবেষক ও লেখক ‘Entangled’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা অ্যান্টনি প্যাচ এই টিকা বা ভ্যাকসিন নিয়েই প্রশ্ন তুলেছেন। ২০১৪ সালে ১৪ই জানুয়ারি এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “টিকা দেওয়ার মূল উদ্দেশ্য মানুষের ডিএনএ-র রূপান্তর ঘটানো। ডিএনএ-র তৃতীয় সূত্র নিয়ে গবেষণা চলছে যাতে মানুষের স্বাধীন চিন্তা, বিশ্বাস ও নৈতিকতার অবসান ঘটিয়ে ইচ্ছামত পরিচালনা করা যায়। তার পরীক্ষামূলক প্রয়োগের জন্য এমন কিছু পরিকল্পিত সমস্যা তৈরী করা হয় যাতে মানুষ নিজে থেকেই ভ্যাকসিনের দাবি জানাবে। মানুষকে বোকা বানিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হয় যে মানুষ বুঝতেও পারে না যে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এই পরিকল্পনাগুলি করে থাকেন বিশ্বে প্রভুত্বকারী মুষ্টিমেয় কিছু অভিজাত শ্রেণী। যাঁরা পৃথিবীর বিভিন্ন দেশ গুলির শাসক সহ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকেন।”

কিন্তু এবারের কোভিড-১৯ নিয়ে মহামারীর প্রচার আগের কারণের সাথে একেবারে আলদা। শুধু ওষুধের ব্যবসায়ীরা নন। এদের সাথে গাঁটছড়া বেঁধেছে অনান্য কর্পোরেট গোষ্ঠী। ২০০৮-০৯ সাল থেকেই কর্পোরেট হাউস সামগ্রিকভাবে এক সঙ্কটের মুখে। কর্পোরেটের সঙ্কট আর পরিযায়ীদের সঙ্কট এক নয়। একজনের মুনাফার সঙ্কট, অন্যজনের আধখানা রুটির। সেই মুনাফার সঙ্কট থেকে রেহাই পেতে এই করোনা আতঙ্ককেই কাজে লাগিয়েছে। শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বের অনান্য দেশগুলোতেও সুপরিকল্পিতভাবে মানুষকে কোন সুযোগ না দিয়েই লক ডাউন ঘোষণা করা হয়েছে। আর নানাভাবে এক আতঙ্ক ছড়ানো হয়েছে। অদ্ভুত এই ভয়। সাধারণত মানুষ ভয় অন্য কারোর সাহায্য চায়। এক্ষেত্রে আমরা একে অপরকেই ভয় পাচ্ছি।
বিশ্বের ১ নম্বর মেডিসিন জার্নাল New England Journal of Medicine এ প্রকাশিত হয়েছে কোভিড-১৯ আক্রান্ত ৯৯.৯% সুস্থ হওয়ার তথ্যটি । আসলে কোভিড-১৯ এ আক্রান্ত মানুষের মধ্যে যাদের অবস্থা খুবই জটিল তাদেরই RT-PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) টেস্ট করা হচ্ছে এবং সংক্রমিত রোগীর তালিকায় রেখে গণনা করে জানানো হচ্ছে। অর্থাৎ যত সংখক সংক্রমিত বলা হচ্ছে বাস্তবে তার বহুগুণ বেশি COVID-19 এ আক্রান্ত যারা অনেকে জানতেই পারেননি যে তারা সংক্রমিত হয়েছিলেন। যদিও RT-PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) টেস্ট পুরোটাই অনির্ভরযোগ্য। আবারো বলছি যে করোনা ভাইরাস একদমই মারণ ভাইরাস নয়। কেবলমাত্র বয়স্ক মানুষ এবং আগে থেকে অন্য গুরুতর অসুখে ভোগা মানুষের জন্যই মৃত্যু ডেকে আনতে পারে।
মাঝে মধ্যেই আমরা দেখছি ও শুনছি যে অমুক দেশ এই করোনা নিয়ন্ত্রনের ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। ব্যাপারটা ২ মিনিটের ম্যাগী নুডলস নয়। এটা আবার সুকুমার রায়ের আজব কল। ঐ আশাতেই আমরা থাকবো। কর্পোরেট হাউস আমাদের যা গেলাবে তাকেই উত্তম সুস্বাদু বলে গ্রহন করবো।
উদার অর্থনীতি চায় এক নতুন সামাজিক মেলবন্ধন। মানুষে মানুষে সম্পর্কটা হবে পুরোটাই কৃত্রিম। আর এই লক ডাউন আমাদের সামাজিক সম্পর্কের অনেক পরিবর্তন এনে দিয়েছে। আমরা সেই পথে হাঁটার জন্য পা বাড়িয়ে দিয়েছি। সারা বিশ্বে সমস্যা দেশভিত্তিক আলদা নয়। এক গভীর সঙ্কটের মধ্যে আমরা রয়েছি। তাই মগজ ধোলাইয়ের বিকল্প ভাবতেই হবে।
Important সূত্রঃ

১. WHO এর দাবি অনুযায়ী Covid-19 এর সংক্রমণ এবং মারণ ক্ষমতা –
i) https://www.who.int/dg/speeches/detail/who-director-general-s-opening-remarks-at-the-media-briefing-on-covid-19—3-march-2020

ii) https://www.who.int/news-room/detail/23-01-2020-statement-on-the-meeting-of-the-international-health-regulations-(2005)-emergency-committee-regarding-the-outbreak-of-novel-coronavirus-(2019-ncov)

২. করোনার গ্লোবাল তথ্য – https://www.worldometers.info/coronavirus/

৩. ১৭.০৪.২০২০ তারিখে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণাপত্রে প্রকাশ, Covid-19 এ আক্রান্তের সংখ্যা যা দেখানো হচ্ছে প্রকৃত আক্রান্তের সংখ্যা তার ৫০ থেকে ৮৫ গুন বেশি হবে- https://www.news18.com/news/world/number-of-people-with-covid-19-could-be-50-to-85-times-higher-than-official-figures-stanford-study-2582641.html

৪. ২১.০৪.২০২০ তারিখে রয়টার্সে প্রকাশিত খবরে Covid-19 এ আক্রান্তের সংখ্যা যা দেখানো হয়েছে বাস্তবে তার ৪০ গুণ বেশি হবে বলা হয়েছে – https://in.reuters.com/article/health-coronavirus-usa-serology/los-angeles-coronavirus-infections-40-times-greater-than-known-cases-antibody-tests-suggest-idINKBN22308R

৫. ১৩.১১.২০১৭ তারিখে ডঃ অ্যান্টনি ফাউসির দেওয়া ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে “মহামারীর প্রস্তুতি, কৌশল এবং প্রয়োগ” শিরোনামে ভিডিও প্রেজেন্টেশন- https://www.c-span.org/video/?437187-1/johns-hopkins-forum-explores-pandemic-preparedness-response

৬. ডঃ জুডি আন মিকোভিটস বলেন ডঃ অ্যান্টনি ফাউসি বিশ্বব্যাপী এইডস ছড়ানোর ক্ষেত্রে প্রত্যক্ষভাবে দায়ী- https://www.youtube.com/watch?v=qq2uuHfmq8k&feature=youtu.be

৭. ডঃ শিব আইয়াদুরাই টুইট করে বলেছেন – “করোনা ভাইরাসের আতঙ্ক তৈরি করে অর্থনীতিতে কারসাজি ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা।” – https://www.thegatewaypundit.com/2020/03/mit-biologist-and-inventer-of-email-dr-shiva-ayyadurai-says-deep-state-fear-mongering-on-coronavirus-will-go-down-as-biggest-fraud-to-manipulate-economies/

৮. ২৩.০৩.২০২০ তারিখে ডঃ শিব আইয়াদুরাইয়ের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া চিঠি – https://shiva4senate.com/immune-and-economic-health-for-america-coronavirus/

৯. ডঃ শিব আইয়াদুরাইয়ের চিঠির সমর্থনে গত ০৩.০৪.২০২০ তারিখে বিশিষ্ট ব্যক্তিদের ডোনাল্ড ট্রাম্পের নিকট দেওয়া পিটিশন – https://shiva4senate.com/petition-fire-fauci/

১০. রশিদ এ. বাট্টারের কোভিডি-19 কে ঘিরে ষড়যন্ত্রের উপর বক্তব্য – https://www.youtube.com/watch?v=-4-ukvbtS24

১১. RT-PCR টেস্ট কিট রোগ নির্ণয়ের জন্য নয় -https://intronbio.com:6001/intronbioen/product/product_view.php?PRDT_ID=1872&page=1&Scate1=2&Scate2=1&Scate3=2&Scate4=10&Scate5=&Scate6=-55-56-57-&Sword=

১২. চীনের উহান ল্যাবে আমেরিকার ৩.৭ মিলিয়ন ডলার অর্থ – https://www.businesstoday.in/current/economy-politics/shocking-us-gave-37-million-to-chinas-wuhan-lab-that-conducted-coronavirus-tests-on-bats/story/400831.html

১৩. বিল গেটসের ভ্যাকসিন এজেন্ডা- https://childrenshealthdefense.org/news/government-corruption/gates-globalist-vaccine-agenda-a-win-win-for-pharma-and-mandatory-vaccination/

১৪. বিল গেটসের দেওয়া পোলিও ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় ভারতের ৪৭০০০ শিশু প্রতিবন্ধী- https://envirowatchrangitikei.wordpress.com/2016/05/17/47000-children-crippled-and-permanently-disabled-in-india-a-direct-result-of-bill-gates-polio-vaccine/

১৫. করোনা ভাইরাসের উপর গবেষণার জন্য বিল গেটসের পেটেন্ট – http://patft.uspto.gov/netacgi/nph-Parser?Sect1=PTO2&Sect2=HITOFF&u=%2Fnetahtml%2FPTO%2Fsearch-adv.htm&r=1&f=G&l=50&d=PTXT&p=1&S1=10,130,701&OS=10,130,701&RS=10,130,701

১৬. WHO এর বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ- https://www.forbes.com/2010/02/05/world-health-organization-swine-flu-pandemic-opinions-contributors-michael-fumento.html#686c4ba48e8a

১৭. ১০.০৪.২০২০ তারিখে ফক্স নিউজ প্রকাশিত খবরে বলা হয়েছে আমেরিকা WHO’কে চীনের থেকে দশগুণ বেশি অর্থ দিয়েছ- https://www.foxnews.com/world/coronavirus-us-china-who-world-health-organization-china


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।