দেশ রাজ্য

প্রতিবন্ধী সুনীতা টুডু মানবিকতার এক নাম


বিপ্লব সেন: চিন্তন নিউজ:৩১শে মে:- সেএকজন প্রতিবন্ধী। কথা ঠিকমত বলতে পারেনা। ইশারায় কথা বলে। ডি ওয়াই এফ আই ‘পরিজন’ কমিউনিটি কিচেনের খাবার দেবার টেবিলের সামনে একটি দানবাক্স রাখা ছিল যেখানে লেখা ছিল-“উমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু দান করুন”। মেয়েটি টেবিলের সামনে দাঁড়িয়ে লেখাটা পড়ে রুমালের গিঁট খুলে পঞ্চাশ টাকা বের করে দান বাক্সে ফেলে দিল। এরপর ইশারা করে খাবার চাইলে তাকে খাবার দেওয়া হল। মেয়েটির সাথে তার ভাই ছিল। ফিজিক্যাল ডিসটেন্স মেনে সাক্ষাৎকার নেওয়ার জন্য ওর কাছে গেলে ওর ভাই জানাই মেয়েটি ওর দিদি, নাম-সুনীতা টুডু,বাড়ি মালদহ জেলার ময়নায়। মেয়েটি জন্ম থেকেই বোবা। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে দুই ভাইবোন কাজের সন্ধানে দিল্লী ছুটে যায় এবং সেখানে গিয়ে দুই ভাইবোনে সেলাই মেশিনের কাজ করতো। লকডাউনের ফলে কাজ হারিয়েছে। দিশেহারা হয়ে তারা বাড়ি ফিরে আসছে। দান বাক্সের পঞ্চাশ টাকা যুব কর্মীরা সুনীতাকে ফেরত দিতে চাইলে সুনীতা তা নিতে অস্বীকার করে এবং ইশারার মাধ্যমে কিছু বলে। সুনীতার ইশারায় কথা বলার ভাষা একমাত্র তার ভাই বুঝতে পারত। তার ভাই সুনীতার ইশারার কথাকে ভাষায় প্রকাশ করে বলল-“দিদি বলতে চাইছে যে,আমরা অসহায় তাই অসহায় মানুষদের কষ্টটা আমরা বুঝি, আপনাদের মাধ্যমে আমার টাকাটা যেন সেই অসহায় মানুষদের কাছে পৌঁছে যায়।” ডি ওয়াই এফ আই উত্তর দিনাজপুর জেলা কমিটি পরিচালিত পরিজন কমিউনিটি কিচেনের আজ ২০ তম দিনে একজন অসহায় প্রতিবন্ধী সুনীতা আঙ্গুল উঁচিয়ে সমাজকে দেখিয়ে দেখিয়ে দিল যে, মানুষের মনুষ্যত্ব এখনও বিকিয়ে যায়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।