বিপ্লব সেন: চিন্তন নিউজ:৩১শে মে:- সেএকজন প্রতিবন্ধী। কথা ঠিকমত বলতে পারেনা। ইশারায় কথা বলে। ডি ওয়াই এফ আই ‘পরিজন’ কমিউনিটি কিচেনের খাবার দেবার টেবিলের সামনে একটি দানবাক্স রাখা ছিল যেখানে লেখা ছিল-“উমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু দান করুন”। মেয়েটি টেবিলের সামনে দাঁড়িয়ে লেখাটা পড়ে রুমালের গিঁট খুলে পঞ্চাশ টাকা বের করে দান বাক্সে ফেলে দিল। এরপর ইশারা করে খাবার চাইলে তাকে খাবার দেওয়া হল। মেয়েটির সাথে তার ভাই ছিল। ফিজিক্যাল ডিসটেন্স মেনে সাক্ষাৎকার নেওয়ার জন্য ওর কাছে গেলে ওর ভাই জানাই মেয়েটি ওর দিদি, নাম-সুনীতা টুডু,বাড়ি মালদহ জেলার ময়নায়। মেয়েটি জন্ম থেকেই বোবা। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে দুই ভাইবোন কাজের সন্ধানে দিল্লী ছুটে যায় এবং সেখানে গিয়ে দুই ভাইবোনে সেলাই মেশিনের কাজ করতো। লকডাউনের ফলে কাজ হারিয়েছে। দিশেহারা হয়ে তারা বাড়ি ফিরে আসছে। দান বাক্সের পঞ্চাশ টাকা যুব কর্মীরা সুনীতাকে ফেরত দিতে চাইলে সুনীতা তা নিতে অস্বীকার করে এবং ইশারার মাধ্যমে কিছু বলে। সুনীতার ইশারায় কথা বলার ভাষা একমাত্র তার ভাই বুঝতে পারত। তার ভাই সুনীতার ইশারার কথাকে ভাষায় প্রকাশ করে বলল-“দিদি বলতে চাইছে যে,আমরা অসহায় তাই অসহায় মানুষদের কষ্টটা আমরা বুঝি, আপনাদের মাধ্যমে আমার টাকাটা যেন সেই অসহায় মানুষদের কাছে পৌঁছে যায়।” ডি ওয়াই এফ আই উত্তর দিনাজপুর জেলা কমিটি পরিচালিত পরিজন কমিউনিটি কিচেনের আজ ২০ তম দিনে একজন অসহায় প্রতিবন্ধী সুনীতা আঙ্গুল উঁচিয়ে সমাজকে দেখিয়ে দেখিয়ে দিল যে, মানুষের মনুষ্যত্ব এখনও বিকিয়ে যায়নি।
Related Articles
ভারতে ওষুধ বিক্রি বহুমূল্যে, বিদেশে রপ্তানি স্বল্পমূল্যে
রঘুনাথ ভট্টাচার্য, চিন্তন নিউজ, ১৮ এপ্রিল: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে ভারতে অত্যাবশ্যক ওষুধগুলোর প্রায় ৪০%এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রয়মূল্য উৎপাদনমূল্যের তুলনায় অনেক বেশি। তাদের মতে , ওষুধ উৎপাদক কোম্পানিগুলির অস্বাভাবিক রকম মুনাফা করার প্রবনতাই এই প্রবঞ্চনার কারন। নতুন আবিস্কৃত ওষুধ যেগুলো ক্যান্সার, হেপাটাইটিস সি, এইচ আই ভি, রক্ষা ইত্যাদি জাতীয় বিশেষ বিশেষ রোগের জন্য প্রাণদায়ী, […]
অবশেষে ১৪ আগস্ট রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকতে বাধ্য হলেন রাজ্যপাল কলরাজ মিশ্র—–
কাকলি চ্যাটার্জি- চিন্তন নিউজঃ ৩১শে জুলাই:- মুখ্যমন্ত্রী অশোক গেহলটের একাধিকবার দরবার করার পর অবশেষে সবুজ সংকেত রাজ্যপালের দিক থেকে, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র বাধ্য হলেন ১৪ আগস্ট রাজ্যের বিধানসভা অধিবেশন ডাকতে। গেহলট চান শচীন পাইলটের অনুগামী ১৮ জন বিধায়ক যোগ দিন এই অধিবেশনে। রাজস্থান বিধানসভার বর্তমান সদস্যসংখ্যা ২০০। কংগ্ৰেসের ১০৭ জন নির্বাচিত বিধায়কের মধ্যে পাইলটসহ […]
বেসরকারিকরণের পথে আরও একধাপ ভারতীয় রেল:–১৫০ টি আধুনিক যাত্রী ট্রেন চালানোর জন্য বেসরকারি বিনিয়োগ চায় রেলমন্ত্রক—-
কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২রা জুলাই: বেসরকারিকরণের পথে আরও একধাপ এগিয়ে ১৫০ টি ট্রেন চালাতে বেসরকারি বিনিয়োগে স্বাগত জানালো রেলমন্ত্রক। বেসরকারি ক্ষেত্র প্রায় ৩০০০০ কোটি ডলার বিনিয়োগ করতে বাধ্য হবে এবং একবার রেল চলাচলের অনুমতি পাওয়ার পর প্রকৃত খরচ অনুযায়ী বিদ্যুতের চার্জ দিতে বাধ্য থাকবে। গতকাল ভারতীয় রেল জানিয়েছে ১০০ টি নির্বাচিত রুটে ১৫১ টি আধুনিক […]