রুদ্র চক্রবর্তী,হুগলি: চিন্তন নিউজ:১৩ই মে:- ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় সংঘর্ষ এবং সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে হুগলির চন্দননগর ও শ্রীরামপুরের ১১টি থানায় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।রবিবার তেলিনিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়।এই সংঘর্ষের ফলে ব্যাপক বোমাবাজি, ঘরবাড়ি, দোকানপাটে আগুন লাগানোর ঘটনা ঘটে।চন্দননগর পুলিশ প্রশাসন ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত ১৫ জন সমাজবিরোধীকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুর থেকে অশান্তি আবার চরমে ওঠে। মুহুর্মুহু বোমাবাজি হতে থাকে তেলেনিপাড়া রেলগেট অঞ্চলে।
অবশেষে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে উত্তেজনা আয়ত্তে আনতে সক্ষম হয়। এই ঘটনাকে সামনে রেখে জেলে প্রশাসন উপদ্রুত এলাকা থেকে যাতে কোনো রকম গুজব না ছড়ায় তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। গোটা এলাকায় থমথমে পরিস্থিতি। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যারা এইমুহূর্তে বাড়িতে বসেই অফিসের কাজ করছিলেন বা পড়াশুনো করছিলেন তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের মতে প্রশাসন যদি ঠিক মতো পদক্ষেপ আগে থেকে নিতো তাহলে এইধরনের ঘটনা ঘটতে পারতো না।এমনিতেই দীর্ঘদিন ধরে হুগলী জুড়ে ইন্টারনেট খুবই স্লো চলছে। আগামী ১৭তারিখ অব্দি নির্দিষ্ট ওই ১১টি এলাকায় ইন্টারনেট পরিসেবা সম্পূর্ন বন্ধ থাকবে।