সোমনাথ ঘোষ:- চিন্তন নিউজ:- এসএফআই/ডিওয়াইএফআই চন্ডীতলা ১ লোকাল কমিটির উদ্যোগে জঙ্গলপাড়া ইলেকট্রিক অফিসে বিদ্যুৎ এর অস্বাভাবিক বিল ও ২০০ ইউনিট বিল মকুবের দাবীতে মিছিল ও ডেপুটেশন ।উপস্থিত ছিলেন যুব নেতা সঞ্জয় ঘোষ, সুদীপ্ত দাস শুভদীপ রায় ও অন্যান্য নেতৃত্ব।
আবীর মুখোপাধ্যায় জানিয়েছেন যে সারা দেশজুড়ে ১৬দফা দাবিতে সি.পি.আই.এম এর প্রতিবাদ সভা চলছে। আজ ইটাচুনা এরিয়া কমিটির খন্যান শাখার মাখালডি দিঘির পারে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য পার্থ ঘোষ সহ স্থানীয় বাম নেতৃত্ব।
সুপর্না রায় জানাচ্ছেন যে লকডাউন পরিস্থিতিতে খানাকুল-২ পঞ্চায়েত সমিতির অধীনে থাকা ১১ টি ফেরিঘাটের মধ্যে বেশীরভাগ ফেরিঘাটের ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে। তারপর আর নতুন করে কাউকে ইজারার ডাক এখন ও হয়নি।। আগে যারা ইজারা নিয়েছিল তারাই ফেরি পরিষেবা চালাচ্ছে।। কিন্তু এবাবদ বিপুল রাজস্ব এখন আর পঞ্চায়েত সমিতি পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।। পশ্চিম মেদিনীপুরের বন্দর হরিশপুর ফেরিঘাটের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে। আগের ইজারাদার তৃনমুল যুব অঞ্চল সভাপতি জয়নাল আবেদীন।। পুরোনো দরে তিনিই ঘাট চালাচ্ছেন।। কিন্তু পরিষেবা বাবদ প্রতি মাসে পাওয়া লক্ষ লক্ষ টাকা পঞ্চায়েত সমিতির হাতে না দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছেন বলে তৃনমুল এরই একাংশ।।
হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে আমফানের পর তিন মাস কেটে গেছে কিন্তু সিঙ্গুর গ্রামীণ হসপিটাল চত্বরে উপড়ে পড়া গাছ যেমনকার তেমনকার পড়ে আছে।। হসপিটালে পানীয় জল অমিল , শৌচালয় অপরিস্কার, যেখানে সেখানে পড়ে আছে গ্লাভস মাস্ক। আশপাশের বহু মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। এখানে সিজার হয়।এমন নোংরা অপরিষ্কার অবস্থায় সিজার করা খুবই বিপজ্জনক। বিশ্রামাগার বলে কিছু নেই __বৃষ্টি এলে বা রোগীর আত্মীয়দের রাতে থাকতে হলে সাইকেল রাখার জায়গা টি ব্যবহার করা হয়। পানীয় জলের কল দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে।। প্রয়োজনে জল কিনে খেতে হয়।। হসপিটাল এর অবস্থায় রোগীর আত্মীয়দের তো বটেই হসপিটাল এর কর্মী _ ডাক্তার নার্সদের যথেষ্ট পরিমাণে ক্ষোভ রয়েছে।।
হুগলি জেলার সংবাদ সংগ্রাহক আরও জানিয়েছেন যে শ্রীরামপুর পুরসভার ৫ নং ওয়ার্ড এ শহীদ ক্ষুদিরাম পল্লীতে দীর্ঘ দিন ধরে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়।। জল যন্ত্রণায় ১৫০ টি পরিবার এর জীবন দূর্বিষহ হয়ে উঠেছে।।বহু আবেদন নিবেদন আন্দোলন করেও কোন লাভ হয়নি।।
আবীর মুখোপাধ্যায় জানিয়েছেন যে আজ দেশ জোড়া ১৬ দফা দাবিতে প্রচার কর্মসূচি র অংশ হিসাবে ইটাচুনা এরিয়া কমিটির দ্বারবাসিনীতে প্রচার মিছিল হয় সিপিআই (এম) এর নেতৃত্বে।
কৌশিক মালিক আরামবাগ থেকে জানিয়েছেন যে আজ আরামবাগ ২নং এরিয়া কমিটির উদ্যোগে মায়াপুর বাজারে বিক্ষোভ কর্মসূচী পালন করা হল,,,,উপস্থিত ছিলেন অসংখ্য কর্মী সমর্থকেরা ও বাম নেতৃত্ব।
আবীর মুখোপাধ্যায় আরও জানিয়েছেন যে আজ বৈঞ্চ এরিয়া কমিটির উদ্যোগে গোয়াড়া বুথে বিক্ষোভ কর্মসূচী পালন করা হল, উপস্থিত ছিলেন অসংখ্য কর্মী সমর্থকেরা ও বাম নেতৃত্ব।
পান্ডুয়া থেকে আবীর মুখোপাধ্যায় জানিয়েছেন যে পাণ্ডুয়া এরিয়া কমিটির অন্তর্গত পাণ্ডুয়া পঞ্চায়েতের বোসপাড়া-বেনেপাড়া ব্রাঞ্চের প্রতিবাদ কর্মসূচি আজ।উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক আমজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া কমিটির নেতা ওসমান আলী সহ নন্দলাল চক্রবর্তী,জয়দেব ঘোষ,শুভেন্দু সাহা,স্বপন চৌধুরী,হীরা ঠাকুর সহ নেতৃত্ব।
চুঁচুড়া থেকে স্বাতী শীল জানিয়েছেন যে১৬ দফা দাবিতে আজ ২৫/৮/২০২০ তারিখে তালডাঙ্গার মোড়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বক্তা ছিলেন,সোমনাথ ব্যানার্জি,মনোদীপ ঘোষ সহ আরও অনেকেই।
আবীর মুখোপাধ্যায় আরও জানিয়েছেন যেআজ বৈঞ্চ এরিয়া কমিটির ডাকে বাটিকা বৈচি গ্রাম অঞ্চলে কমরেড প্রদীপ সাহা, সুশান্ত চ্যাটার্জি, বংশী ব্যানার্জি, সঞ্জীব ব্যানার্জি, নেতৃত্বে ১৬ দফা দাবি নিয়ে প্রতিবাদ মিছিল। হয়ে গেল।
সোমনাথ ঘোষ:- আরামবাগ__কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ১৬ দফা দাবিতে চন্ডীতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে গঙ্গাধরপুরে প্রতিবাদ মিছিল।
মিছিল ৮ টি বুথে পরিক্রমা করেন।
মিছিলের শুরু ও শেষে বক্তব্য রাখেন কমরেড সোমনাথ ঘোষ ও কমরেড আজিম আলি ।
উপস্থিত ছিলেন কমরেড স্বপন বটব্যাল, কমরেড অশোক নিয়োগী কমরেড সঞ্জয় ঘোষ ও অন্যান্যরা।
হুগলি জেলার বালীর মোড় অঞ্চল থেকে অরিত্র ঘোষ জানান যেকেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ১৬ দফা দাবিতে চন্ডীতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে গঙ্গাধরপুরে প্রতিবাদ মিছিল। মিছিল ৮ টি বুথে পরিক্রমা করেন।
মিছিলের শুরু ও শেষে বক্তব্য রাখেন কমরেড সোমনাথ ঘোষ ও কমরেড আজিম আলি ।
উপস্থিত ছিলেন কমরেড স্বপন বটব্যাল, কমরেড অশোক নিয়োগী কমরেড সঞ্জয় ঘোষ ও অন্যান্যরা।আরো বক্তব্য রাখেন সুদীপ্ত চক্রবর্তী, স্নেহাশীষ চক্রবর্তী, শুভাশীষ রায়।সভাপতিত্ব করেন জ্ঞানেন্দ্রলাল চক্রবর্তী।
জ্যোতি কৃষ্ণ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে আজ ২৫/৮/২০ তারিখ ইউ সি আর সি এর দাবী দিবসে হগলী জেলা শাসকের কাছে উদ্বাস্তুদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।ইউসিআরসি(UCRC) চুঁচুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উদ্বাস্তুদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
উপস্থিত ছিলেন: কম: শম্ভু ভট্টাচার্য,কম: সুশান্ত পাল, কম:সুবল দাস,কম: সন্তোষ গোস্বামী,কম:চয়ন ঘোষ,কম: কৌশিক পাল,কম:অর্নব দাস।