রূপা দত্ত: চিন্তন নিউজ:৮ই এপ্রিল:-নদীয়া জেলার আড়ংঘাটা অঞ্চলে “প্রচেষ্টা” বলে একটি বামপন্থী মানুষদের সংগঠন আছে। সেই সংগঠন এই সংকটকালে সাধারণ মানুষের পাশে। সাধারণত মহিলাদের দ্বারা পরিচালিত এই সংগঠন।
এই গ্রুপটাকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু পুরুষও এগিয়ে এসেছেন। গতকালকে পর্যন্ত ৯০ জন এর কাছে চাল আলু লবন ডাল মুড়ি সাবান বিসকুট বিলি করা সম্ভব হয়েছে। সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ক্ষুদ্র প্রচেষ্টা ততদিন চালু থাকবে , যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ।