রাজ্য

দাবানলের পর ভূমিকম্পে আতংক বাঁকুড়ায়


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:৮ই এপ্রিল:-দাবানলে জ্বলছে বাঁকুড়ার ফুসফুস শুশুনিয়া পাহাড়, তার মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠলো বাঁকুড়া জেলা। এদিন সকালে প্রথম কম্পন অনুভূত হয় বেলা ১১টা বেজে ১৯ মিনিটে এবং দ্বিতীয় কম্পন অনুভূত হয় বেলা ১১টা বেজে ২৪ মিনিটে। একেই করোনা ভাইরাস সংক্রমণের কারণে মানুষ অত্যন্ত শঙ্কিত তার উপর লকডাউন।মানুষের জীবন জীবিকা জেরবার হয়ে যাচ্ছে ।

এমতাবস্থায় মঙ্গলবার থেকে বাঁকুড়ার “ফুসফুস” হিসেবে পরিচিত শুশুনিয়া পাহাড় জ্বলছে। এরই মধ্যে পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো বাঁকুড়া। ভূমিকম্প টের পেতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে লকডাউন এর জেরে ঘরবন্দি মানুষ। দিশাহারা হয়ে মানুষ রাস্তায় নেমে আসেন।

বাঁকুড়া জেলার উত্তর থেকে দক্ষিণ , পূর্ব থেকে পশ্চিম সর্বত্র অনুভূত হয়েছে কম্পন ।।এই ভূমিকম্প এর উৎসস্থল লাক্ষাদ্বীপ বলে জানা গেছে।। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪, এটি দু’ সেকেন্ড স্থায়ী হয়। এবং দ্বিতীয় কম্পনটির উৎসস্থল দূর্গাপুর থেকে ২১ কিলোমিটার পশ্চিমে, রিখটার স্কেলে দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.১।তবে এখনো পর্যন্ত ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।